যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
New haircut for 64 district tour…
আবার ভাগতেছি। ডিসেম্বরের ২৩ তারিখ পর্যন্ত আছি ঢাকায়। এরপর একটা দাওয়াতে এটেন্ড করে টাউন-সেন্টার ইমপ্লিমেন্টশনের ট্যুর শুরু করবো। এই ট্যুর চলবে আগামী এক বছর ধরে।
এত ম্যাড়ম্যাড়া বিশ্বকাপ ফাইনাল আমি কখনো দেখি নাই। এমনকি ফ্রান্স দুই গোল পরিশোধ করে ফেলার পরও এই গেমে কোন গতি নাই। একলা আর্জেন্টিনা আর কতটুক খেলবে? ফুটবলে দুই দলেরই পারফরম্যান্স লাগে।
টাই ব্রেকার দিয়ে কাপ নিলে সেইটায় অত আনন্দ নাই।
একবার পারসোনাল ফাইন্যান্স নিয়ে একটা সফটওয়্যার ডিজাইন করতে গিয়ে আমার মনে হলো সময়রে কারেন্সি ধরে একটু জীবনের হিসাব করে দেখি। তারপর ৭৫ বছরের একটা হিসাব দাঁড় করিয়ে বুঝলাম জীবন কতটা ছোট এবং আমাদের পক্ষে কত কম অ্যাচিভ করা সম্ভব।
কমপক্ষে ১২০০ বছর বাঁচা গেলে মাথায় যত আইডিয়া ছিলো সব ইমপ্লিমেন্ট করে যেতে পারতাম।
জগতে দুই ধরনের লোক আছে। একদল শুধু ফল দেখে, অন্য দলের কাছে পারফর্মেন্স গুরুত্বপূর্ন। একদল ডেস্টিনিশনের দিকে চেয়ে থাকে, অন্যদল জার্নিটা উপভোগ করে। প্রথম দল শুধু জয় উপভোগ করে, অন্যদল জয়-পরাজয় নিয়ে ভাবে না অত যদি প্রতিটা মূহুর্ত মিনিংফুল হয়।
আমি দ্বিতীয় দলের লোক।
GooooooaaaaaaL!
মনে করেন আপনি একগাদা বইয়ের ছবি তুলে দিয়ে দিলেন আর vAi পই পই করে বইগুলো সব আপনার লাইব্রেরী অ্যাপে এন্ট্রি করে দিলো...! হাউ কনভিনিয়েন্ট! :D
গত এক বছর ধরে চেষ্টা করেও আমার লাইব্রেরীর বইগুলো সব থিংকার লাইব্রেরীতে এন্ট্রি করা হয়ে উঠতেছিলো না। এখন vAi উইল টেইক কেয়ার অব ইট! জনৈক মনীষী বলে গেছেন— জগতের সকল ভালো ভালো জিনিষ অলসরা তৈয়ার করিয়াছে। অতীব সইত্য কথা! :P
থিংকার ক্লাবের পেইড সদস্যরা আজকে থেকেই এই ফিচার ব্যবহার করতে পারবেন (মেইল চেক করেন)। বাকীরা আগামী ২৫ ডিসেম্বর থিংকার ক্লাউড আর টাউন-সেন্টার রিলিজের পর একসেস পাবেন।
কাজ+খেলা+রাজনীতি, সবই থাকবে। শুধু প্রায়োরিটি বুঝতে হবে এবং পরিমিতিবোধ থাকতে হবে। বাজে রেফারিং স্বত্বেও উপভোগ্য ছিলো ম্যাচটা। অভিনন্দন আর্জেন্টিনা। গুড জব মেসি এবং মার্টিনেস! য়্যু বোথ বিউটি!!
একটা মাস যেন এক দিনেই কেটে গেল! বহু বছর পর পাঁচ ভাই-বোন এক হয়েছিলাম। ইট ওয়াজ লাইক বিফোর। ইট ওয়াজ দ্য লাইফ উই হ্যাড। নাথিং ক্যান রিপ্লেস ফ্যামিলি!
What a win!
Congrats Tigers!