এত ম্যাড়ম্যাড়া বিশ্বকাপ ফাইনাল আমি কখনো দেখি নাই। এমনকি ফ্রান্স দুই গোল পরিশোধ করে ফেলার পরও এই গেমে কোন গতি নাই। একলা আর্জেন্টিনা আর কতটুক খেলবে? ফুটবলে দুই দলেরই পারফরম্যান্স লাগে।

টাই ব্রেকার দিয়ে কাপ নিলে সেইটায় অত আনন্দ নাই।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।