কমিউনিটি স্ট্রিম

এখানে আমার বন্ধুদের সাইট থেকে তাদের চিন্তা-ভাবনা ও কমিনিউটির লেখাগুলো দেখাবে।
এই ফিচারটি এখনো নির্মানাধীন।

টাউন-সেন্টারে এসোসিয়েট হিসেবে কাজ করতেছে প্রায় ২০০জনের মত। এরা কেউ বেতনভুক্ত নয় এবং টাউন-সেন্টার থেকে আয় করতে আরো বছরখানেক লাগবে। তাই নানা ধরনের সাইড-ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি। কয়েকদিন আগে বললাম— ৯৯৯ টাকা করে ওয়ার্ডপ্রেস হোস্টিং বিক্রি শুরু করেন, ৫০০ আপনাদের ৪৯৯ টাউন-সেন্টারের। এই পাগলের দল এক সপ্তাহে শ'খানেক হোস্টিং বিক্রি করে ফেলছে, আরো ডজনখানেক সাইট প্রসেসিং এ আছে।

টাউন-সেন্টারে প্রোফাইল ভেরিফিকেশনর জন্য ৫০০ টাকার একটা ফি আছে। এই ফি এর ৩০০ টাকা এসোসিয়েটরা পাবে, ২০০ পাবে সংশ্লিষ্ট জেলার টাউন-সেন্টার। ভেরিফিকেশন শুরু করলে এই পাগলের দল তো মনে হয় মাসখানেকের ভেতরে কয়েক লাখ লোক ভেরিফাই করে ফেলবে।

এখন এসোসিয়েটের সংখ্যা দুই'শয়ের নিচে। ২০২৪ এর ভেতরে ১২৮০ জন এসোসিয়েট বানাবো দেশজুড়ে। সামনে আছে শুভদিন!

যেকোন কাজে AI যে পরিমানে সময় বাঁচিয়ে দিচ্ছে, আমার মনে হচ্ছে এটা অনেকটা ক্যালকুলেটরের মত কাজ করতেছে। ফলে আমরা যোগ-বিয়োগের পেছনে সময় নষ্ট না করে ক্যালকুলাস শেখায় মনোযোগ দিতে পারছি।

যারা AI ব্যবহার করতে পারবেন না, তারা এমনভাবে পিছিয়ে পড়বেন যে ক্যারিয়ার হুমকিতে পড়ে যাবে আপনার।

অনেকদিন পর প্রায় ৩০ মিনিট ধরে ফেসবুক হোম স্ক্রল করলাম। এত বোরিং হয়ে গেছে জিনিষটা…

হোয়াই?!

উঠো উঠো
আসো একসাথে ডুইবা মরি…

এই ক্লাউডের যুগেও RnD পারপাস কিছু VPS পুষি। ব্লাক ফ্রাইডের ডিলে ৬৩% ডিসকাউন্ট পেয়ে হোস্টিংগার থেকে একটা VPS নিলাম। গতকাল পর্যন্ত যেটা ব্যবহার করতাম সেটার জন্য বছরে ৪১৯ ডলার দিতে হতো, এটায় দিচ্ছি ৭৫ ডলার মাত্র। একদিন টানা ম্যাসিভলি ব্যবহার করার পর বেশ ভালো মনে হলো।

যাহোক, মূল আলাপ এটা না। মূল আলাপ হচ্ছে ওদের সাপোর্টে দেখলাম AI লাগানো। জেনারেটিভ AI দিয়ে লাইভ সাপোর্ট দিচ্ছে। এখন পর্যন্ত যা যা জিজ্ঞেস করেছি, বেশ ভালো উত্তর/সমাধান দিয়েছে। ইনফ্যাক্ট সাপোর্টের ক্ষেত্রে মানুশের চাইতে AI বেটার, অপ্রয়োজনীয় কথা কম বলে এবং টু দ্য পয়েন্টে বলে। অনলাইন সাপোর্টে কাজ করা লাখ লাখ লোকের কী হবে ভাবছিলাম!

পোস্টে সংযুক্ত ছবি AI দিয়ে বানানো।

যাদের ডিপ্রেশন আছে তারা ঠান্ডা পানি দিয়ে গোছল করে ১৫ মিনিট রইদে বসে থাকবেন।
এই টিপস কাজে লাগলে আমারে কফি খাওয়াবেন!

জেনারেশন জি বা Gen Z নিয়া অধিকাংশ লোকের ভুল ধারণার পেছনের কারণগুলো নিয়ে ভাবতেছিলাম। এই বিষয়টা নিয়ে একটা সিরিজ পোস্ট দেব কিনা ভাবছি। কিন্তু এগুলো পাবলিকলি লিখলে অনেক লোক অফেন্ডেড হতে পারে। বিশেষ করে যারা প্রাচীনপন্থী ও ৬০-এর দশকে আটকে আছে এখনো তাদের পছন্দ হবে না। তাই পাবলিক পোস্ট না করে পেইড আর্টিকেল হিসেবে ত্রিভুজ ডট নেটে পাবলিশ করবো ভাবছি।

ভবিষ্যতে রাজনীতিতে ভালো করার জন্য জেন-জি ও জেনারেশন আলফাদের বুঝা গুরুত্বপূর্ন।

AI এর দিনে বেকার সমস্যা মেটানোর জন্য সপ্তাহে ৩ দিন জবের দিকেই যেতে হবে আসলে। বিলগেটস সেটা খুব ভালো করেই জানে। কয়দিন পর দেখবেন সপ্তাহে ৩ দিন জব করা সব জায়গা থেকে প্রমোট করা হচ্ছে। অবশ্য, আমার মনে হয় সপ্তাহে ৩ দিন জব ভালো হবে।

কলকাতার লোকজন বাংলাদেশ নিয়া প্রচুর মিম বানাইলেও বাংলাদেশীদের কলকাতা নিয়া নতুন করে মিম বানানোর কোন দরকার নাই। হিন্দি সিনেমায় কলকাতা নিয়া যে পরিমানে অপমানজনক কথাবার্তা আছে, সেগুলোর স্ক্রিনশট দিলেই যথেষ্ঠ।