এই ক্লাউডের যুগেও RnD পারপাস কিছু VPS পুষি। ব্লাক ফ্রাইডের ডিলে ৬৩% ডিসকাউন্ট পেয়ে হোস্টিংগার থেকে একটা VPS নিলাম। গতকাল পর্যন্ত যেটা ব্যবহার করতাম সেটার জন্য বছরে ৪১৯ ডলার দিতে হতো, এটায় দিচ্ছি ৭৫ ডলার মাত্র। একদিন টানা ম্যাসিভলি ব্যবহার করার পর বেশ ভালো মনে হলো।

যাহোক, মূল আলাপ এটা না। মূল আলাপ হচ্ছে ওদের সাপোর্টে দেখলাম AI লাগানো। জেনারেটিভ AI দিয়ে লাইভ সাপোর্ট দিচ্ছে। এখন পর্যন্ত যা যা জিজ্ঞেস করেছি, বেশ ভালো উত্তর/সমাধান দিয়েছে। ইনফ্যাক্ট সাপোর্টের ক্ষেত্রে মানুশের চাইতে AI বেটার, অপ্রয়োজনীয় কথা কম বলে এবং টু দ্য পয়েন্টে বলে। অনলাইন সাপোর্টে কাজ করা লাখ লাখ লোকের কী হবে ভাবছিলাম!

পোস্টে সংযুক্ত ছবি AI দিয়ে বানানো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।