জগতে দুই ধরনের লোক আছে। একদল শুধু ফল দেখে, অন্য দলের কাছে পারফর্মেন্স গুরুত্বপূর্ন। একদল ডেস্টিনিশনের দিকে চেয়ে থাকে, অন্যদল জার্নিটা উপভোগ করে। প্রথম দল শুধু জয় উপভোগ করে, অন্যদল জয়-পরাজয় নিয়ে ভাবে না অত যদি প্রতিটা মূহুর্ত মিনিংফুল হয়।

আমি দ্বিতীয় দলের লোক।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।