যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
GooooooaL
এই টীম নিয়া ব্রাজিল কতদূর যাবে?
অ্যাপলের সাথে ইলন মাস্কের যুদ্ধটা এনজয় করতেছিলাম। মাস্ক অ্যাপলরে এমন থ্রেট দিছে, টিম কুক ভয় পেয়ে গেছে। এই ওয়ার আরো কিছুদিন চললে ভালো হতো।
বিশেষ করে মাস্ক যদি সত্যিই স্মার্টফোন মার্কেটে নেমে পড়তো, সেটা একটা গেম চেঞ্জিং ব্যাপার হতো। স্টার লিংক + স্মার্টফোন = সামথিং এমার্জিং
এই পোস্টটা যদি আপনি দেখতে পান, একটা রিয়েক্ট দিয়ে জানালে খুশি হবো। ফেসবুক প্রফেশনাল মুড একটিভেট করলে নাকি রিচ কমে যায়, এটা চেক করে দেখছি।
পথ আমারে ক্লান্ত করে না বরং থেমে থাকা ক্লান্তিকর। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর সময় চিন্তা-ভাবনা আরো পরিষ্কার হয়ে আসে। দিন শেষে ক্লান্তি রাত ৮টার ভেতরে ঘুম এনে দেয়। ৮ট থেকে ভোর ৪টা পর্যন্ত শান্তির ঘুম শেষে যেকোন কাজ সহজ ও সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে লেখালেখি ও পড়াশোনার জন্য বেশী ভালো এই সময়টা। সবকিছু খুব গোছানো মনে হয়।
৬৪ জেলা ভ্রমণ শেষ করে ইউরোপে রোড ট্রিপ শুরু করার ইচ্ছে আছে। এরপর আমেরিকা ও সবশেষে এশিয়া। আমেরিকায় রোড ট্রিপ ওরকম জনপ্রিয় না, কিন্তু আমি রোডে রোডেই ঘুরবো ভাবছি। তখন একটা ক্যাম্পার ভ্যান কিনে নেব কিংবা ক্যাম্পার মডসহ টেসলা ট্রাক।
বাকী জীবনটা মনে হচ্ছে রাস্তায় রাস্তায় কাটাবো। আমার পূর্ব-পুরুষরা এদেশে সেটেল হওয়ার আগে তাই করতেন শুনেছি। আমার নানাকেও দেখেছি দেশে-বিদেশে ঘুরে বেড়াতে। ঘুরাঘুরি আমার রক্তের মাঝে মিশে আছে।
Being persistent like a river will help you to reach your goal like it reaches the ocean.
তাতিয়ানা ব্রাজিল সমর্থক। আমাকে বলতেসে—
বাবা, আর্জেন্টিনা তো হেরে গেল! তুমি ব্রাজিলে চলে আসো।
আমাদের ডাটাবেসে পৃথিবীর ৯৯,৬৮১-টা জিও লোকেশন এবং ৪২,৬০৯-টা শহরের তথ্য আছে। এর ভেতরে কমপক্ষে ১০ হাজার বড় শহরে Town-Center তৈরি করার স্বপ্ন আছে আগামী দশ বছরে। পৃথিবীর ৮ বিলিয়ন লোকের ভেতরে কমপক্ষে ৪ বিলিয়ন লোক একদিন টাউন-সেন্টারের সিটিজেন হবে, এই স্বপ্ন নিয়ে কাজ করছি।
আগামী ২৫ ডিসেম্বর বেটা রিলিজ হবে। এর মাঝে বাংলাদেশে দু'টো সিটি + আমেরিকায় একটা সিটি + ইংল্যান্ডে একটা সিটিতে পাইলটিং শুরু হবে। বাংলাদেশ বা দেশের বাইরে থেকে যারা কোন সিটিতে টাউন-সেন্টার শুরু করতে চান, তারা এখন থেকেই এপ্লাই-এ ক্লিক করে আবেদন করে রাখতে পারেন। রিলিজের পর থেকে আমরা যোগাযোগ শুরু করবো।
যারা থিংকার ক্লাউড থেকে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, তাদের এখানে পুনরায় আবেদন করতে হবে না।
এবার জন্মদিনে আরো অনেক গিফটের পাশাপাশি একটা ম্যাজিক মাউস আর এই বইটা উপহার পেলাম বড় বোন ও ভাইয়ার কাছ থেকে। ম্যাজিক মাউস থেকে বইটা আমার বেশী পছন্দ হয়েছে :D
বইটা যেহেতু এখনো পড়া শেষ হয়নি তাই এর প্রকাশনা নিয়ে কিছু কথা বলি। হার্ড কভারের এই বইগুলো বাংলাদেশী হার্ড কভারের চাইতে সাইজে বড় হয়। ২৫ সে.মি X ১৬ সে.মি সাইজ। বাংলাদেশী বইগুলো সাধারণত ২২ সে.মি X ১৫ সে.মি হয়। কিন্তু আকারে বড় হওয়ার পরেও ৩০০ পৃষ্ঠার এই বইটার ওজন বাংলাদেশি ৩০০ পৃষ্ঠার বইয়ের প্রায় অর্ধেক হবে (মেপে দেখি নাই এখনো, এরকমই মনে হলো)।
আমেরিকানরা বইয়ে খুব হালকা ধরনের একটা কাগজ ব্যবহার করে যেটা ধরতে কিছুটা নিউজপ্রিন্টের মত লাগলেও নিউজপ্রিন্ট না। কাগজগুলো ওজনে খুব হালকা হয় কিন্তু ডিউরেবল। প্রায় ২৫ বছর আগে আমেরিকা থেকে গিফট পাওয়া বইগুলো আমার কাছে এখনো আছে এবং সেগুলোর কাগজ নষ্ট হয়নি। বাংলাদেশে কখনো এধরনের কাগজের বই দেখিনি। এই কোয়ালিটির প্রচ্ছদ ও বাঁধাইও চোখে পড়েনি। বাংলাদেশী বইগুলোর সাথে এর কোয়ালিটির পার্থক্য খুব বেশী চোখে লাগে।
বাংলাদেশী প্রকাশকরা এই ধরনের কাগজ ও কোয়ালিটি বাঁধাই প্রোভাইড করতে পারলে আমার বইগুলোতে এই কোয়ালিটির দেব। নয়তো অন্তত একশ কপি বাইরে থেকে ছাপিয়ে আনবো।
বাংলাদেশ, আমার বাংলাদেশ!
ভ্রমণের সময় গন্তব্যের চাইতে জার্নিটা আমি বেশী উপভোগ করি। আর বাংলাদেশ যে কতটা সুন্দর, এটা বুঝার জন্য আপনাকে শুধু বেড়িয়ে পড়তে হবে!