অ্যাপলের সাথে ইলন মাস্কের যুদ্ধটা এনজয় করতেছিলাম। মাস্ক অ্যাপলরে এমন থ্রেট দিছে, টিম কুক ভয় পেয়ে গেছে। এই ওয়ার আরো কিছুদিন চললে ভালো হতো।
বিশেষ করে মাস্ক যদি সত্যিই স্মার্টফোন মার্কেটে নেমে পড়তো, সেটা একটা গেম চেঞ্জিং ব্যাপার হতো। স্টার লিংক + স্মার্টফোন = সামথিং এমার্জিং
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।