যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
ইলন মাস্কের থেকে মার্কেটিং শেখার আছে। টুইটারের নাম শুনে নাই এরকম লোক একজনও নাই গোটা অনলাইনে এখন।
টুইটারে নিয়মিত হবো।
Siyana & Mama will explore the world together! Nothing can beat family time!
এখন থেকে ১০/১২ বছর আগের ফেসবুক এক্টিভিটিসগুলো দেখতেই কেমন অদ্ভুত লাগে! বেঁচে থাকলে ৭০/৮০ বছর বয়সে এখনকার লেখালেখি/পাগলামি দেখে কেমন লাগবে ভাবছিলাম। ফেসবুক হয়তো থাকবে না কিন্তু আমার লেখালেখি/ওয়ালটা তো ত্রিভুজ ডট নেটে থেকে যাবে।
আরেকটা বিষয়ও ভাবছি। থিংকার ক্লাউডে লেখকদেরকে সাবস্ক্রাইব করার একটা অপশন চালু হচ্ছে। মানে আমাকে বা আপনার প্রিয় কোন লেখককে আপনি বছরে ১ ডলার দিয়ে সাবসক্রাইব করতে পারবেন। তাহলে আমি বা আপনার প্রিয় লেখক মারা গেলেও তার সাইটটা বন্ধ হবে না। এধরনের একটা সাইট রান করার জন্য তো ৫০/৬০ ডলারের বেশী লাগে না বছরে। মাত্র ৫০/৬০ জন লোক যদি প্রতি বছর সাবস্ক্রিপশন রিনিউ করে, তাহলেই যথেষ্ট। এভাবে আমরা অনেকের ভালো অবদানগুলো টিকিয়ে রাখতে পারবো। আমার নিজের প্রিয় কিছু লোক আছে, যাদের কর্ম টিকিয়ে রাখতে আমি সাবসস্ক্রিপশন চালিয়ে যাবো আজীবন।
প্যারেন্টিং, পার্টনারশীপ ও জীবনের জন্য প্রযুক্তি। এই তিনটা বই আগামী বছর পাবলিশের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি। বিশেষ করে ৬৪ জেলা ট্রাভেলের সময়টায় এই বই তিনটার পেছনে প্রচুর সময় দেয়ার ইচ্ছা আছে। কিন্তু এক প্রকাশকের ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম কিছুদিন আগে যে বই পাবলিশ করতে ৪০ হাজার টাকা খরচ হতো সেটা এখন লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে।
আমার এই তিনটা বইয়ের কোনটাই ৫০০ পৃষ্ঠার নিচে না। এর ভেতরে প্যারেন্টিং বইটার হাজার পৃষ্ঠা ছাড়াতে পারে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে তো মনে হয় না ১৫০০ টাকার নিচে মূল্য নির্ধারণ করা যাবে। ১৫০০ টাকা দিয়ে কতজন এই বই কিনতে পারবে?
বইটার কনটেন্ট থিংকার ক্লাউডে থাকবে, কিন্তু কাগজের বই পাবলিশের পর সেটা অনলাইনে এভেইলেবল করবো। যারা হার্ড কপি কিনবে, তারা অনলাইন কপি ফ্রি পাবে। প্রকাশকদের দিকটা মাথায় রেখেই এটা করতে হচ্ছে। এখন এই মূল্যস্ফিতিতে কী করা যায়!
ডেডলাইন দেয়াই হয় পেছানোর জন্য। :D যারা ১০ তারিখের রিলিজের জন্য অপেক্ষা করছিলেন কষ্ট করে আরো দুইদিন অপেক্ষা করেন প্লিজ।
পুরা সিস্টেম রিফ্যাক্টরিং করে ফেলছি। PHP 7.1 থেকে PHP 8.1-এ আপগ্রেড পুরোপুরি ডান। PHP 8.1 এর পারফরমেন্স দেখে টাশকিতো! ত্রিভুজ ডট নেট দেইখেন, কী পরিমান ফার্স্ট রান করে।
কিছু টেস্টিং আর বাগ ফিক্সিং বাকী আছে। ১২ তারিখে সব রেডি পাবেন, ইনশা'আল্লাহ।
মানুশ নিজের সবচাইতে পুরানো কোন স্মৃতি পর্যন্ত মনে করতে পারে? আমার হামাগুড়ি দেয়ার বয়স পর্যন্ত স্মৃতি মনে আছে। সবারই কি এরকম?
একটা Keychron K8 (Optical Mechanical) কীবোর্ড অর্ডার দিয়েছি। আমার বোন আমারে অ্যাপলের ম্যাজিক মাউস আর কীবোর্ডের (গিফট দেয়ার) লোভ দেখিয়ে এই অর্ডার ক্যান্সেল করার জন্য পটাচ্ছে। বলতেছে আমার ১০০ ডলারের কীবোর্ড ভার্সেস অ্যাপলের ১৩০ ডলারের কীবোর্ড ও ১০০ ডলারের ম্যাজিক মাউস। ডিসাইড!
আমি Keychron K8 নেয়ার সিদ্ধান্তেই অটল আছি। ইউজিবিলিটি আর পারফর্মেন্সে এই ১০০ ডলারের Keychron অ্যাপলের ১৩০ ডলারের ম্যাজিক কীবোর্ড থেকে শতগুন ভালো।
মোরাল অব দ্য স্টোরিঃ বিশ্বের এক নাম্বার ব্রান্ড আর দামই সবকিছু নহে! ব্রান্ড স্লেভ হওয়া বোকামী।
Started New Job at Thinkr Cloud
October 2022 — CEO
Thinkr Cloud is an IT service company that provides many Cloud Based tools. We are here to help people to prepare for the fourth industrial revolution.
আমার রুমে রইদ আসে। প্রতিদিন খালি গায়ে ১৫ মিনিট এই রইতে শুইয়া থাকি। এটা আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
প্রতিদিন ১০/১৫ মিনিট রইদে থাকার চেষ্টা করে দেখেন। নিজেই ধরত্ পারবেন পার্থক্যটা। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত ৩০ মিনিট সরাসরি সূর্যের আলোতে থাকা উচিত।
ওকে নেটফ্লিক্স, য়্যু গট মী!
মোরাল অব দ্য স্টোরিঃ সকালবেলা ফেসবুক আর নেটফিলিক্সে ঢোকা যাবে না।
পুনশ্চঃ আমি অবশ্য ভোর চারটা থেকে কাজ করতেছি টানা। তাই আমার জন্য আজকে এই মোরাল প্রযোজ্য নহে!
Update: ভালো বানায় নাই। বিরক্ত হয়ে দেখা বন্ধ করে দিলাম। ১৯৩০ সালের বানানোটা এর থেকে অনেক ভালো ছিলো। নেটফ্লিক্সের বানানো কোনকিছুই ভালো হয় রেয়ারলি।