এখন থেকে ১০/১২ বছর আগের ফেসবুক এক্টিভিটিসগুলো দেখতেই কেমন অদ্ভুত লাগে! বেঁচে থাকলে ৭০/৮০ বছর বয়সে এখনকার লেখালেখি/পাগলামি দেখে কেমন লাগবে ভাবছিলাম। ফেসবুক হয়তো থাকবে না কিন্তু আমার লেখালেখি/ওয়ালটা তো ত্রিভুজ ডট নেটে থেকে যাবে।

আরেকটা বিষয়ও ভাবছি। থিংকার ক্লাউডে লেখকদেরকে সাবস্ক্রাইব করার একটা অপশন চালু হচ্ছে। মানে আমাকে বা আপনার প্রিয় কোন লেখককে আপনি বছরে ১ ডলার দিয়ে সাবসক্রাইব করতে পারবেন। তাহলে আমি বা আপনার প্রিয় লেখক মারা গেলেও তার সাইটটা বন্ধ হবে না। এধরনের একটা সাইট রান করার জন্য তো ৫০/৬০ ডলারের বেশী লাগে না বছরে। মাত্র ৫০/৬০ জন লোক যদি প্রতি বছর সাবস্ক্রিপশন রিনিউ করে, তাহলেই যথেষ্ট। এভাবে আমরা অনেকের ভালো অবদানগুলো টিকিয়ে রাখতে পারবো। আমার নিজের প্রিয় কিছু লোক আছে, যাদের কর্ম টিকিয়ে রাখতে আমি সাবসস্ক্রিপশন চালিয়ে যাবো আজীবন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।