ওকে নেটফ্লিক্স, য়্যু গট মী!
মোরাল অব দ্য স্টোরিঃ সকালবেলা ফেসবুক আর নেটফিলিক্সে ঢোকা যাবে না।
পুনশ্চঃ আমি অবশ্য ভোর চারটা থেকে কাজ করতেছি টানা। তাই আমার জন্য আজকে এই মোরাল প্রযোজ্য নহে!
Update: ভালো বানায় নাই। বিরক্ত হয়ে দেখা বন্ধ করে দিলাম। ১৯৩০ সালের বানানোটা এর থেকে অনেক ভালো ছিলো। নেটফ্লিক্সের বানানো কোনকিছুই ভালো হয় রেয়ারলি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।