এবার জন্মদিনে আরো অনেক গিফটের পাশাপাশি একটা ম্যাজিক মাউস আর এই বইটা উপহার পেলাম বড় বোন ও ভাইয়ার কাছ থেকে। ম্যাজিক মাউস থেকে বইটা আমার বেশী পছন্দ হয়েছে :D

বইটা যেহেতু এখনো পড়া শেষ হয়নি তাই এর প্রকাশনা নিয়ে কিছু কথা বলি। হার্ড কভারের এই বইগুলো বাংলাদেশী হার্ড কভারের চাইতে সাইজে বড় হয়। ২৫ সে.মি X ১৬ সে.মি সাইজ। বাংলাদেশী বইগুলো সাধারণত ২২ সে.মি X ১৫ সে.মি হয়। কিন্তু আকারে বড় হওয়ার পরেও ৩০০ পৃষ্ঠার এই বইটার ওজন বাংলাদেশি ৩০০ পৃষ্ঠার বইয়ের প্রায় অর্ধেক হবে (মেপে দেখি নাই এখনো, এরকমই মনে হলো)।

আমেরিকানরা বইয়ে খুব হালকা ধরনের একটা কাগজ ব্যবহার করে যেটা ধরতে কিছুটা নিউজপ্রিন্টের মত লাগলেও নিউজপ্রিন্ট না। কাগজগুলো ওজনে খুব হালকা হয় কিন্তু ডিউরেবল। প্রায় ২৫ বছর আগে আমেরিকা থেকে গিফট পাওয়া বইগুলো আমার কাছে এখনো আছে এবং সেগুলোর কাগজ নষ্ট হয়নি। বাংলাদেশে কখনো এধরনের কাগজের বই দেখিনি। এই কোয়ালিটির প্রচ্ছদ ও বাঁধাইও চোখে পড়েনি। বাংলাদেশী বইগুলোর সাথে এর কোয়ালিটির পার্থক্য খুব বেশী চোখে লাগে।

বাংলাদেশী প্রকাশকরা এই ধরনের কাগজ ও কোয়ালিটি বাঁধাই প্রোভাইড করতে পারলে আমার বইগুলোতে এই কোয়ালিটির দেব। নয়তো অন্তত একশ কপি বাইরে থেকে ছাপিয়ে আনবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।