পথ আমারে ক্লান্ত করে না বরং থেমে থাকা ক্লান্তিকর। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর সময় চিন্তা-ভাবনা আরো পরিষ্কার হয়ে আসে। দিন শেষে ক্লান্তি রাত ৮টার ভেতরে ঘুম এনে দেয়। ৮ট থেকে ভোর ৪টা পর্যন্ত শান্তির ঘুম শেষে যেকোন কাজ সহজ ও সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে লেখালেখি ও পড়াশোনার জন্য বেশী ভালো এই সময়টা। সবকিছু খুব গোছানো মনে হয়।
৬৪ জেলা ভ্রমণ শেষ করে ইউরোপে রোড ট্রিপ শুরু করার ইচ্ছে আছে। এরপর আমেরিকা ও সবশেষে এশিয়া। আমেরিকায় রোড ট্রিপ ওরকম জনপ্রিয় না, কিন্তু আমি রোডে রোডেই ঘুরবো ভাবছি। তখন একটা ক্যাম্পার ভ্যান কিনে নেব কিংবা ক্যাম্পার মডসহ টেসলা ট্রাক।
বাকী জীবনটা মনে হচ্ছে রাস্তায় রাস্তায় কাটাবো। আমার পূর্ব-পুরুষরা এদেশে সেটেল হওয়ার আগে তাই করতেন শুনেছি। আমার নানাকেও দেখেছি দেশে-বিদেশে ঘুরে বেড়াতে। ঘুরাঘুরি আমার রক্তের মাঝে মিশে আছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।