যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
ফেসবুক ইদানিং কোন একজনের একই লেখা পরপর দুই/তিন দিন টানা দেখাতে থাকে। ব্যাপারটা বিরক্তিকর। আমার কোন লেখা যেন এভাবে দেখিয়ে লোকজনের বিরক্তি উৎপাদন করতে না পারে; তাই এখন থেকে পোস্ট দেয়ার ১২ ঘন্টা পর অনলী-মী করে রাখবো।
যারা পোস্ট মিস করবেন তারা ত্রিভুজ ডট নেট থেকে দেখে নিবেন।
অবতার দেখতে যাইতে হবে। কে কে যাবেন? I'll be ur guest :P
লোগোটা কেমন?
আপডেটঃ দ্বিতীয়টা বেটার, আই গেস।
প্রতিটা জেলায় আমরা যে টীম বানাচ্ছি তাদের একটা অন্যতম কাজ হচ্ছে Thinkr CMS দিয়ে ওখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাইট/পোর্টাল তৈরিতে হেল্প করা। মানে, সরাসরি ক্লায়েন্টদের সাথে মিটিং করা ট্রেইনিং দেয়া ইত্যাদি ইত্যাদি।
তো একজন আমারে বলতেছে, "ভাই, বাঙালি ক্লায়েন্ট যে বদ, এদের সাথে তো কাজ করা কঠিন।"
আমি বললাম, "ক্লায়েন্ট যত বদ তত ভালো আমাদের জন্য।"
কেন ভালো তা ওদেরকে ব্যাখ্যা করেছিলাম। এখানে সেই ব্যাখ্যা দেব না। কেউ চাইলে গেস করতে পারেন ;)
ঢাকায় ব্যাক করেছি। ২ তারিখ থেকে আবার রিজিউম হবে ট্যুর।
যারা টাউন-সেন্টারের জন্য আবেদন করেছিলেন, তারা কেউ এর মাঝে ঢাকায় আসলে ইনবক্সে যোগাযোগ করে উত্তরা অফিসে চলে আসতে পারেন।
এধরনের একটা খামার করার ইচ্ছা আছে। তাই পরিদর্শনের সুযোগ পেয়ে আর মিস করলাম না। নোয়াখালীর উপকূলবর্তী (উড়ির চরের কাছে) এই খামারে (উপকূল খামার বাড়ি) ঘুরে দেখলাম সব। দারুণ অভিজ্ঞতা!
ধরিব মৎস, খাইব সুখে!
একজন আমার কাছে জানতে চাইলেন— ভাই, ভার্সিটিয়ান থিংকার রেখে এখন আপনি আবার টাউন-সেন্টার নিয়া লাগছেন। থিংকারের কী হবে?
উনার অনুমতি নিয়েই জবাবটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, যেহেতু একই ধরনের কথা আরো কয়েক জায়গা থেকে ভেসে এসেছে কানে।
দেখেন, আম জনতার সাথে বিচ্ছিন্ন হয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা হয় না। আপনি চিন্তা করবেন কার জন্য? পাবলিকের জন্যই তো! টাউন-সেন্টারের অনেক বানিজ্যিক দিক আছে যা মূলত এর সাসটেইনিবিলিটির জন্য প্রয়োজন। কিন্তু টাউন-সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে— ইন্টেলেকচ্যুয়ালদেরকে পাবলিকের কাছে নিয়ে আসা বা পাবলিকদেরকে ইন্টেলেকচ্যুয়ালদের কাছে আনা। ফেসবুক এই কাজটা অনেকটাই করতে পেরেছে, কিন্তু আমাদের আরো ফোকাসড একটা প্লাটফর্ম দরকার। ভার্সিটিয়ান-থিংকার এই পুরো উদ্যোগের খন্ড খন্ড অংশ যা টাউন-সেন্টার দিয়ে কানেক্টেড হতে যাচ্ছে।
ঢাকার বাইরে ভালোই ঠান্ডা। আমরা বারবিকিউ পার্টির ছলে আগুন জ্বালাই। নাকি আগুন জ্বলানোর ছলে বারবিকিউ? সে যাই হোক, অ্যাম এনজয়িং দ্য হিট!
গতি + গভীর রাত + জগজিৎ এর গজল = !