একজন আমার কাছে জানতে চাইলেন— ভাই, ভার্সিটিয়ান থিংকার রেখে এখন আপনি আবার টাউন-সেন্টার নিয়া লাগছেন। থিংকারের কী হবে?

উনার অনুমতি নিয়েই জবাবটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, যেহেতু একই ধরনের কথা আরো কয়েক জায়গা থেকে ভেসে এসেছে কানে।

দেখেন, আম জনতার সাথে বিচ্ছিন্ন হয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা হয় না। আপনি চিন্তা করবেন কার জন্য? পাবলিকের জন্যই তো! টাউন-সেন্টারের অনেক বানিজ্যিক দিক আছে যা মূলত এর সাসটেইনিবিলিটির জন্য প্রয়োজন। কিন্তু টাউন-সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে— ইন্টেলেকচ্যুয়ালদেরকে পাবলিকের কাছে নিয়ে আসা বা পাবলিকদেরকে ইন্টেলেকচ্যুয়ালদের কাছে আনা। ফেসবুক এই কাজটা অনেকটাই করতে পেরেছে, কিন্তু আমাদের আরো ফোকাসড একটা প্লাটফর্ম দরকার। ভার্সিটিয়ান-থিংকার এই পুরো উদ্যোগের খন্ড খন্ড অংশ যা টাউন-সেন্টার দিয়ে কানেক্টেড হতে যাচ্ছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।