যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
আজকে টাউন-সেন্টারের পাবলিক বেটা রিলিজের কথা থাকলেও আরো কিছুদিন প্রাইভেট বেটা থাকবে। এ মাসের শেষের দিকে পাবলিক বেটা এভেইলেবল হবে। টাউন-সেন্টার সংক্রান্ত সকল আপডেট টাউন-সেন্টারের Town-Center.net পেজে পাওয়া যাবে।
বাংলাদেশের ৬৪ জেলায় একটা টীম নিয়ে ঘুরে ঘুরে টাউন-সেন্টার সেটাপ করার যে প্ল্যান করেছিলাম সেটা এক্সিকিউট করতে প্রায় দুই বছর লেগে যেত। কিন্তু যদি ২০-২৫টা টীম বানিয়ে ফেলি তাহলে কয়েক মাসের ভেতরেই ৬৪ জেলা কাভার করা সম্ভব।
কিছুদিন আগে হিসাব করে দেখলাম— প্রতি জেলায় টাউন-সেন্টার শুরু করলে সেখানে যে টীম তৈরি হবে সেই টীম যদি পরের জেলায় ট্রেইনিং এর কাজটা করতে পারে, তাহলে চার মাসের ভেতরে ৩৯টা টীম ৬৪ জেলা কাভার করে ফেলতে পারে। ব্যাপারটা কতটা কার্যকরী হতে পারে তা বুঝার জন্য দু'টো টীম বানিয়ে একটা টীমরে গত ২ তারিখে এক জেলায় পাঠিয়েছি এবং দ্বিতীয় টীম আরেকটা জেলায় পাঠালাম। ফলাফল সন্তোষজনক। এভাবে সব জেলা থেকে টীম তৈরি করা গেলে এপ্রিলের ভেতরেই ৬৪ জেলায় টাউন-সেন্টার দাঁড়িয়ে যাবে।
এই প্ল্যানারে তার টাইম-লাইন বসানো হয়েছে। এখানে T1D1 মানে টীম-১ ডিস্ট্রিক্ট-১। প্রতি সপ্তাহে সর্বোচ্চ সাতটা টীম একসাথে কাজ করলে এপ্রিলের ১১ তারিখের ভেতরে ৬৪ জেলা কাভার হয়ে যাওয়ার কথা। আরো ১৯ দিন এক্সট্রা ধরে এপ্রিলের শেষ দিন পর্যন্ত প্ল্যান সাজিয়েছি (সবুজ ও নীল)। মে-র দুই তারিখ থেকে আমার মূল টীম নিয়ে ট্যুর শুরু করবো (লাল)। এক দিন বিরতি দিয়ে প্রতি তিন দিনে একটা জেলায় গেলে মে-ডিসেম্বর এর ভেতরে ৫৬টা জেলা কাভার করা সম্ভব। আমরা মূলত দু'টো উদ্দেশ্য নিয়ে বের হবো। ১) যেসব টাউন-সেন্টার চলছে সেগুলো উদ্বোধন করতে ও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে।
আগামী মে পর্যন্ত আমি এবং ঢাকার কেন্দ্রীয় টীম এই ৩৯টা টীম ও ৬৪ জেলার টাউন-সেন্টার সমন্বয়ের কাজ করবে। যে ৩৯টা টীম জেলায় জেলায় ঘুরবে, তাদের যাওয়া-আসা ও থাকা-খাওয়ার খরচ টাউন-সেন্টার ম্যানেজ করবে। ফলে, ফ্রি দেশ ভ্রমণ এর সাথে টাউন-সেন্টার নিয়ে কাজ করার অভিজ্ঞতা ও নেটওয়ার্কিং হবে। প্রথম ৩৯ টা জেলা থেকে এই ৩৯ টীম তৈরির পরিকল্পনা আছে। ইতিমধ্যে দু'টো টীম হয়ে গিয়েছে। আর বাকী ৩৭।
বিঃদ্রঃ যারা টাউন-সেন্টারের জন্য এপ্লিকেশন করেছেন তাদের সাথে ধীরে ধীরে যোগাযোগ করা হচ্ছে। আরো নতুন এপ্লিকেশন না পড়লে এই সপ্তাহের ভেতরে সকলের সাথেই যোগাযোগ সম্পন্ন হবে আশা করা যায়। সবার সাথেই কথা হবে। নতুন করে যারা আবেদন করবেন, তাদের সাথে আগামী সপ্তাহে যোগাযোগ হবে।
গত এক বছরে যত বিয়েতে এটেন্ড করেছি, আমার বাকী জীবনে এত বিয়েতে যাইনি। I’m being social, eh!
দুইদিন ধরে ইপ্রাম'স ল (Yhprum's law) কাজ করতেছে (মার্ফি'স ল এর অপজিট)। এমনকি উবার পর্যন্ত কল করার পাঁচ/সাত মিনিটের ভেতরে হাজির (যেটা এখন রেয়ার ঘটনা)। রাইডার দেখি কিউট এক পিচ্চি ছেলে। পুরোটা পড়ুন
টাউন-সেন্টার আপডেট:
একটা ফ্যামিলি ইভেন্টের কারণে ২ তারিখের ট্যুর পিছিয়ে ৯ তারিখে নিয়েছি। মিনহোয়াইল ২ তারিখে আমাদের একটা টীম চাঁদপুর গিয়ে কাজ শুরু করেছে। দুইজন করে চল্লিশজনের মোট বিশটা টীম বানাচ্ছি যারা টাউন-সেন্টার শুরু করতে আপনাদের হেল্প করতে আপনার জেলায় চলে আসবে। যারা এর আগে টাউন-সেন্টারের জন্য এপ্লাই করেছিলেন, তাদের সাথে কাল থেকে যোগাযোগ শুরু করবো। অনলাইনে একটা প্রাথমিক মিটিং শেষে টীম পাঠানো হবে আপনার জেলায় টাউন-সেন্টার চালুর বিষয়ে হেল্প করার জন্য।
যারা এখনো আবেদন করেননি তারা কমেন্টে দেয়া লিংকে গিয়ে আবেদন করতে পারেন। এক জেলায় আপাতত একটির বেশী টাউন-সেন্টার হবে না। তাই যোগাযোগ করার ক্ষেত্রে যারা আগে এপ্লাই করেছেন, তাদের সাথে আগে মিটিং হবে। এক জেলায় একাধিক আবেদনকারী থাকলে সেখানে আপনার আগের সিরিয়ালের কেউ পেয়ে গেলে আপনাকে ঐ প্রথমজনের সাথে যোগ দিয়ে কাজ করতে হবে।
হাহাহিহি শীত পড়েছে আমাদের উত্তরা গ্রামে!
এ্যঁই, কফি খাবা নাকি?
২০২৩ সাল একটা ভয়াবহ বছর হতে যাচ্ছে।
থিংকার ক্লাউডের আমেরিকান পার্টনারের সাথে মিটিং করছিলাম। এই ভয়াবহ সময়ের ভেতরে আমরা কমপক্ষে ২ হাজার লোকের জীবিকার ব্যবস্থা করতে পারার লক্ষ্যমাত্রা ঠিক করলাম। অন্তত অর্ধেকও যদি রিচ করতে পারি, এই ভয়াবহ সময়ে সেটার গুরুত্ব অনেক।
একটু ফ্যান্সি হয়ে গেল?
পান্ডা মার্ট থেকে কেনার এক মাসের ভেতরেই নষ্ট হয়ে গেল মাউসটা (ডানে)। অতঃপর সেই পুরাতন ভূত্যের মতন A4Tech OP-620D কিনলাম। বুঝা যাচ্ছে, ডান দিকের মাউসটা A4Tech এর নামে সীল বসানো নকল মাউস।
টাউন-সেন্টারের মার্কেটপ্লেসে আমরা এধরনের নকল প্রোডাক্ট আসলের নামে বেচতে দেব না। আপনি কপি প্রোডাক্ট বেচতে চান— ফাইন, অ্যাপলের কপি বিক্রির মত জানিয়ে বেচেন। পাবলিক জেনে কিনুক যে তারা নকল প্রোডাক্ট কিনছে।
কোয়ালিটি প্রোডাক্ট যারা বেচবে, তাদেরকে আমরা বিশেষভাবে প্রোমোট করবো। এটাকে আমরা দেশ ও জনগনের জন্য কিছু করার অংশ হিসেবে নেব। দেখা যাক কতদূর কী করতে পারি।
কিছু বুঝে উঠার আগেই ২০২২ শেষ হয়ে গেল। ২০২৩ কাটবে রাস্তায় রাস্তায়। আমার জীবনের ব্যস্ততম বছর হতে যাচ্ছে।
ভাবছি একটানা ঘুরবো। ২ জানুয়ারী বের হয়ে একবারে ৬৪ জেলা ট্রাভেল শেষ করে ফিরবো।