আজকে টাউন-সেন্টারের পাবলিক বেটা রিলিজের কথা থাকলেও আরো কিছুদিন প্রাইভেট বেটা থাকবে। এ মাসের শেষের দিকে পাবলিক বেটা এভেইলেবল হবে। টাউন-সেন্টার সংক্রান্ত সকল আপডেট টাউন-সেন্টারের Town-Center.net পেজে পাওয়া যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।