দুইদিন ধরে ইপ্রাম'স ল (Yhprum's law) কাজ করতেছে (মার্ফি'স ল এর অপজিট)। এমনকি উবার পর্যন্ত কল করার পাঁচ/সাত মিনিটের ভেতরে হাজির (যেটা এখন রেয়ার ঘটনা)। রাইডার দেখি কিউট এক পিচ্চি ছেলে। পুরোটা পড়ুন
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।