কিছু বুঝে উঠার আগেই ২০২২ শেষ হয়ে গেল। ২০২৩ কাটবে রাস্তায় রাস্তায়। আমার জীবনের ব্যস্ততম বছর হতে যাচ্ছে।

ভাবছি একটানা ঘুরবো। ২ জানুয়ারী বের হয়ে একবারে ৬৪ জেলা ট্রাভেল শেষ করে ফিরবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।