টাউন-সেন্টার আপডেট:
একটা ফ্যামিলি ইভেন্টের কারণে ২ তারিখের ট্যুর পিছিয়ে ৯ তারিখে নিয়েছি। মিনহোয়াইল ২ তারিখে আমাদের একটা টীম চাঁদপুর গিয়ে কাজ শুরু করেছে। দুইজন করে চল্লিশজনের মোট বিশটা টীম বানাচ্ছি যারা টাউন-সেন্টার শুরু করতে আপনাদের হেল্প করতে আপনার জেলায় চলে আসবে। যারা এর আগে টাউন-সেন্টারের জন্য এপ্লাই করেছিলেন, তাদের সাথে কাল থেকে যোগাযোগ শুরু করবো। অনলাইনে একটা প্রাথমিক মিটিং শেষে টীম পাঠানো হবে আপনার জেলায় টাউন-সেন্টার চালুর বিষয়ে হেল্প করার জন্য।
যারা এখনো আবেদন করেননি তারা কমেন্টে দেয়া লিংকে গিয়ে আবেদন করতে পারেন। এক জেলায় আপাতত একটির বেশী টাউন-সেন্টার হবে না। তাই যোগাযোগ করার ক্ষেত্রে যারা আগে এপ্লাই করেছেন, তাদের সাথে আগে মিটিং হবে। এক জেলায় একাধিক আবেদনকারী থাকলে সেখানে আপনার আগের সিরিয়ালের কেউ পেয়ে গেলে আপনাকে ঐ প্রথমজনের সাথে যোগ দিয়ে কাজ করতে হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।