ফেসবুক ইদানিং কোন একজনের একই লেখা পরপর দুই/তিন দিন টানা দেখাতে থাকে। ব্যাপারটা বিরক্তিকর। আমার কোন লেখা যেন এভাবে দেখিয়ে লোকজনের বিরক্তি উৎপাদন করতে না পারে; তাই এখন থেকে পোস্ট দেয়ার ১২ ঘন্টা পর অনলী-মী করে রাখবো।

যারা পোস্ট মিস করবেন তারা ত্রিভুজ ডট নেট থেকে দেখে নিবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।