একটা মাস যেন এক দিনেই কেটে গেল! বহু বছর পর পাঁচ ভাই-বোন এক হয়েছিলাম। ইট ওয়াজ লাইক বিফোর। ইট ওয়াজ দ্য লাইফ উই হ্যাড। নাথিং ক্যান রিপ্লেস ফ্যামিলি!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।