একবার পারসোনাল ফাইন্যান্স নিয়ে একটা সফটওয়্যার ডিজাইন করতে গিয়ে আমার মনে হলো সময়রে কারেন্সি ধরে একটু জীবনের হিসাব করে দেখি। তারপর ৭৫ বছরের একটা হিসাব দাঁড় করিয়ে বুঝলাম জীবন কতটা ছোট এবং আমাদের পক্ষে কত কম অ্যাচিভ করা সম্ভব।

কমপক্ষে ১২০০ বছর বাঁচা গেলে মাথায় যত আইডিয়া ছিলো সব ইমপ্লিমেন্ট করে যেতে পারতাম।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।