কাজ+খেলা+রাজনীতি, সবই থাকবে। শুধু প্রায়োরিটি বুঝতে হবে এবং পরিমিতিবোধ থাকতে হবে। বাজে রেফারিং স্বত্বেও উপভোগ্য ছিলো ম্যাচটা। অভিনন্দন আর্জেন্টিনা। গুড জব মেসি এবং মার্টিনেস! য়্যু বোথ বিউটি!!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।