একজন আমারে ইনবক্সে বললো 'প্রেগনেন্ট' আর 'প্রেগনেন্সি' নাকি অশ্লীল শব্দ।
এটা শুনে কয়েক বছর আগের একটা ট্যুরের কথা মনে পড়লো। আমার হাতে এলিফ শাফাকের ফর্টি রুলস অব লাভ বইটা ছিলো। সেটা দেখে একজন বললো ঐ এলাকার লোকজন নাকি এটা খারাপ ভাবে নিবে। যে এলাকার লোকজন 'লাভ' শব্দটা নিতে পারে না সেখানকার কেউ প্রেগনেন্সি শব্দটা দেখলে হয়তো আমাকে ব্লকই দিবে।
এই নয় সকালে কাজ নিয়া বসলাম আর কারেং গেল গা! আচ্ছা, ফেসবুকে আসছি যখন, একটা জ্ঞানের কথা বইলা যাই। কেউ আজকাল আপনারে ঘন ঘন ম্যাসেজ দিচ্ছে মানে সে আপনারে মিস করতেছে, এরকম না।
আসলে তার কারেং নাই…
কারেং আসছে!
দেশের চারটি বিভাগে একযোগে ব্লাক-আউট! কাজ কর্ম সব বন্ধ!
চমৎকার!
ভাজা যাক দুই-একটা খৈ এবার!
"ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার"
- তারেক রহমান
এটা হচ্ছে আসল কথা। এর আগে কেউ বলতে পারে নাই এভাবে।
ইলিয়াস হোসেনের প্রতিবেদনের কারণে কিছু নিরপরাধ লোকের জীবন বেঁচে যাবে হয়তো। কিন্তু তারচাইতেও বড় উপকার হবে যদি আম জনতা মিডিয়া ট্রায়ালে অংশ নেয়া বন্ধ করে। বহু লোকরেই দেখতেছি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হতে। গুড সাইন!
ঈডেনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে যারা মাইর খাচ্ছিলো তাদের ভিডিওতে দেখলাম আল্লাহরে ডাকতেছে। এর আগে ঢাকা ভার্সিটির ছাত্রলীগের এক নেত্রীরে যখন জুতার মালা দেয়া হচ্ছিলো, তখনি উনি আল্লাহর কাছে বিচার দিছিলেন।
জুলুমবাজদের এই আল্লাহর কাছে বিচার চাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে আমার কাছে।
Bangladesh
A
Death Valley!
বিজ্ঞাপণ দেখিয়ে টাকা কামানোর জন্য ২০১১ সালে Shane Fulmer নামে এক লোক World Population Review নামে একটা ওয়েব সাইট বানিয়ে নানা ধরনের Ranking দেখিয়ে বেড়াচ্ছে, যার কোন ক্রেডিবিলিটি নাই। Shane Fulmer নামের ঐ লোকের কোথাও কোন পরিচিত আপনি পাবেন না, World Population Review নামের কোন সংস্থারও কোন অস্তিত্ব নাই।
এই সাইটের সোর্স ব্যবহার করে বাংলাদেশের কোন একটা পোর্টাল ক্লিক বেইট টাইপ একটা আর্টিকেল ছাপিয়েছে, আর সেটা নিয়া সোশ্যাল মিডিয়ায় লোকজন বাংলাদেশীদের আইকিউ ১৫০তম প্রচার করে বেড়াচ্ছে।
কিয়েক্টাবস্থা!
আকবর আলি খান। একজন সৎ, নির্ভীক, জ্ঞানী ও ভালো মানুশ ছিলেন। বুদ্ধিবৃত্তিক দিক থেকে শত বছর পিছিয়ে থাকা এই ভূ-খন্ডে উনার মত জ্ঞানী লোক একেবারেই হাতে গোনা। পৃথিবী থেকে বিদায় নিলেন গতকাল। আমাদের জন্য এ এক অপূরনীয় ক্ষতি।
আপনার সততা ও ভালো কাজগুলোর জন্য সৃষ্টিকর্তা আপনাকে যথাযথ পুরষ্কার ও মর্যাদা দান করুন, এই প্রার্থনা রইলো।