ঈডেনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে যারা মাইর খাচ্ছিলো তাদের ভিডিওতে দেখলাম আল্লাহরে ডাকতেছে। এর আগে ঢাকা ভার্সিটির ছাত্রলীগের এক নেত্রীরে যখন জুতার মালা দেয়া হচ্ছিলো, তখনি উনি আল্লাহর কাছে বিচার দিছিলেন।
জুলুমবাজদের এই আল্লাহর কাছে বিচার চাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে আমার কাছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।