আকবর আলি খান। একজন সৎ, নির্ভীক, জ্ঞানী ও ভালো মানুশ ছিলেন। বুদ্ধিবৃত্তিক দিক থেকে শত বছর পিছিয়ে থাকা এই ভূ-খন্ডে উনার মত জ্ঞানী লোক একেবারেই হাতে গোনা। পৃথিবী থেকে বিদায় নিলেন গতকাল। আমাদের জন্য এ এক অপূরনীয় ক্ষতি।

আপনার সততা ও ভালো কাজগুলোর জন্য সৃষ্টিকর্তা আপনাকে যথাযথ পুরষ্কার ও মর্যাদা দান করুন, এই প্রার্থনা রইলো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।