একজন আমারে ইনবক্সে বললো 'প্রেগনেন্ট' আর 'প্রেগনেন্সি' নাকি অশ্লীল শব্দ।
এটা শুনে কয়েক বছর আগের একটা ট্যুরের কথা মনে পড়লো। আমার হাতে এলিফ শাফাকের ফর্টি রুলস অব লাভ বইটা ছিলো। সেটা দেখে একজন বললো ঐ এলাকার লোকজন নাকি এটা খারাপ ভাবে নিবে। যে এলাকার লোকজন 'লাভ' শব্দটা নিতে পারে না সেখানকার কেউ প্রেগনেন্সি শব্দটা দেখলে হয়তো আমাকে ব্লকই দিবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।