চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

হিংসা ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে, অনেক চেষ্টা করেও বুঝতে পারি নাই এখনো।

একজনের ভালো কিছু আরেকজনরে বদার করবে কেন?

আফগান ইস্যুতে লেখালেখির জেরে যা হইছে, অনেকের লেখা আর (ফেসবুক) হোমপেজে পাই না। প্রোফাইল খুঁজে খুঁজে গিয়ে পড়তে হয়। আমার লেখাগুলো কি দেখা যায় আপনার হোমপেজে? গেলে একটা রিয়্যেক্ট দিয়েন যে!

হ্যাশট্যাগঃ এমনি এমনি

আমার একজন আস্তিক বন্ধু আছে, যার বউ তারে যা-তা লেভেলের পেইন দেয়। তার নামে অনেক বানোয়াট অভিযোগ তোলে এবং লোকজনের কাছে তারে ছোট করে। সে শুধু একটা কথাই বলে- "আমি আল্লাহর উপরে সব ছেড়ে দিলাম, তিনি একদিন সবকিছুর বিচার করবেন। আমি আর কারো কাছে কিছু বলতে যাবো না, কোন বিচারও দেব না।"

আমার একজন নাস্তিক বন্ধু আছে, যার কাহিনীও একইরকম। কিন্তু, তার বিচার দেয়ার মত 'আল্লাহ' নাই। ওর জন্য আমার বেশী খারাপ লাগে।

আমি স্যাড স্টোরি লিখলেও লোকজন হাহা দেয়। টু মাচ সার্কাজম করার বিপদ কিনা কে জানে! একজনরে ইনবক্সে জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার লেখার স্টাইলটাই ফানি।

যাহোক, একটা কথা বলি। দুঃখ জিনিষটা আপনি যেভাবে ফিল করেন, আপনার শত্রুও সেভাবেই করে। তাই কারো দুরাবস্থা দেখে হাসবেন না। এমনকি তারা সেটা ডিজার্ভ করলেও না। Compassion খুব গুরুত্বপূর্ন ট্রেইট রে ভাই।

যাদের লেখা পড়তে চাই, ফেসবুক তাদেরকে টাইমলাইন থেকে সরিয়ে দেয়াতে থিংকার বুকমার্কে সব এড করে নিলাম। Thinkr Club-এর এই ফিচারটা পেইড সাবসক্রাইবারদের জন্য হলেও ভাবছি আমার ফ্রেন্ডলিস্টে যারা আছে, তাদেরকে ফ্রি-তে দেব। আগ্রহীরা ইনবক্সে টোকা দিন। ফলোয়ার লিস্টের যারা নিয়মিত লাইক/কমেন্ট দিয়ে থাকেন, তারাও যোগাযোগ করতে পারেন।

যেহেতু ফিচারটার পারমিশন প্ল্যান বান্ডেল হিসেবে ডিজাইন করা এবং এপ্লিকেশনে এখনো প্রতিটা ফিচারের আলাদা একসেস পারমিশন অপশন এড করা হয়নি, তাই আমি পার্সোনালি আপনাদের বুকমার্ক পেজটা সাজিয়ে দেব। এজন্য ইনবক্সে আপনার থিংকার username/email এর সাথে একটা টেক্সট বা এক্সেল ফাইলে পছন্দের লোকদের লিংক সেভ করে পাঠাতে হবে। লিংকের সংখ্যা কম হলে সরাসরি ইনবক্সেও লিংক দিতে পারেন।

"বিপদের সময় সাহায্য না করলে বন্ধু না", এটা একটা বস্তুবাদী ধারণা। মানে, বন্ধু বানানো হইলো কিছু পাওয়ার জন্য। কর্পোরেট বন্ধুত্ব।

কিছু পাওয়ার আশায় যে সম্পর্ক বানানো হয় সেইটা বন্ধুত্বের সম্পর্ক না, ব্যবসার সম্পর্ক বা ঐক্যজোটিয় ব্যাপার। ব্যবসা খারাপ না। ঐক্যজোটও ভালো। কিন্তু কিছু পাওয়ার আশায় বা বিপদে সাহায্যের আশায় বন্ধুত্বের নামে সম্পর্ক না বানিয়ে ব্যবসা বা alliance নামে বানানোই ভালো। তাতে আপনার ব্যবসা ভালো হবে।

এক্সপেক্টেশন যত কম রাখতে পারবেন, বন্ধুত্ব ও সম্পর্ক তত ভালো ও টেকসই হবে।

ত্রিভুজ
৭ আগস্ট, ২০১৬

সততা কোন যোগ্যতা না, এটা একটা ট্রেইট মাত্র। স্বাভাবিক মানুশ হওয়ার জন্য গুরুত্বপূর্ন ট্রেইট। যখন কোন সভ্যতায় সততা এক্সসেপশন হয়ে ওঠে, তখন বুঝবেন ঐ সভ্যতা পঁচে গেছে। ওখানে স্বাভাবিক মানুশের সংখ্যা এতই কমে গেছে যে কাউকে সৎ হতে দেখলে সবাই অবাক হয়ে যায়।

জ্ঞান ও যোগ্যতার অভাব থাকলে শুধুমাত্র সততা দিয়ে কিছু হয় না। অযোগ্যরা নিজেদের 'সততারে' পুঁজি করে মানসিক রোগীতে পরিনত হয়।

আপনি যারে ট্রাস্ট করেন না, তার সাথে যেমন আপনার রিলেশনশীপ সম্ভব না, তেমনি যে আপনারে ট্রাস্ট করে না; তার সাথেও সম্ভব না।

The Courier দেখতেছিলাম। নাইকার পেছনে ফেউ লাগছে। যেখানেই যায় গোয়েন্দা দপ্তরে রিপোর্ট পাঠায়। এটা বাংলা বা হিন্দী সিনেমা হলে কী হতো ভাবছিলাম।

- স্যার, নাইকা এখন শপিংমলে। এইমাত্র নায়কের সাথে দেখা হইসে।
- ওকে! চোখে চোখে রাখো।
- ঠিকাসে স্যার!

একটু পরেই—
- স্যার! স্যার!! নায়ক নাইকা দুইজনই উধাও...!
- হোয়াট!!!

এমন সময় সুন্দরবনের এজেন্ট কল দিলো—
- স্যার, নায়ক-নাইকা দুইজনরে পাওয়া গেছে। অরা জঙ্গলে নাচানাচি করতেসে!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি