আমি স্যাড স্টোরি লিখলেও লোকজন হাহা দেয়। টু মাচ সার্কাজম করার বিপদ কিনা কে জানে! একজনরে ইনবক্সে জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার লেখার স্টাইলটাই ফানি।
যাহোক, একটা কথা বলি। দুঃখ জিনিষটা আপনি যেভাবে ফিল করেন, আপনার শত্রুও সেভাবেই করে। তাই কারো দুরাবস্থা দেখে হাসবেন না। এমনকি তারা সেটা ডিজার্ভ করলেও না। Compassion খুব গুরুত্বপূর্ন ট্রেইট রে ভাই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।