আমার একজন আস্তিক বন্ধু আছে, যার বউ তারে যা-তা লেভেলের পেইন দেয়। তার নামে অনেক বানোয়াট অভিযোগ তোলে এবং লোকজনের কাছে তারে ছোট করে। সে শুধু একটা কথাই বলে- "আমি আল্লাহর উপরে সব ছেড়ে দিলাম, তিনি একদিন সবকিছুর বিচার করবেন। আমি আর কারো কাছে কিছু বলতে যাবো না, কোন বিচারও দেব না।"
আমার একজন নাস্তিক বন্ধু আছে, যার কাহিনীও একইরকম। কিন্তু, তার বিচার দেয়ার মত 'আল্লাহ' নাই। ওর জন্য আমার বেশী খারাপ লাগে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।