চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

গত এক বছরে যত বিয়েতে এটেন্ড করেছি, আমার বাকী জীবনে এত বিয়েতে যাইনি। I’m being social, eh!

শীতের রইদরে উড়ায়া নিয়া যায় বাতাস

ভ্রমণ কাহিনী উপন্যাসের মত করে লিখলে কেমন হবে ব্যাপারটা?

দুইদিন ধরে ইপ্রাম'স ল (Yhprum's law) কাজ করতেছে (মার্ফি'স ল এর অপজিট)। এমনকি উবার পর্যন্ত কল করার পাঁচ/সাত মিনিটের ভেতরে হাজির (যেটা এখন রেয়ার ঘটনা)। রাইডার দেখি কিউট এক পিচ্চি ছেলে। পুরোটা পড়ুন

টাউন-সেন্টার আপডেট:
একটা ফ্যামিলি ইভেন্টের কারণে ২ তারিখের ট্যুর পিছিয়ে ৯ তারিখে নিয়েছি। মিনহোয়াইল ২ তারিখে আমাদের একটা টীম চাঁদপুর গিয়ে কাজ শুরু করেছে। দুইজন করে চল্লিশজনের মোট বিশটা টীম বানাচ্ছি যারা টাউন-সেন্টার শুরু করতে আপনাদের হেল্প করতে আপনার জেলায় চলে আসবে। যারা এর আগে টাউন-সেন্টারের জন্য এপ্লাই করেছিলেন, তাদের সাথে কাল থেকে যোগাযোগ শুরু করবো। অনলাইনে একটা প্রাথমিক মিটিং শেষে টীম পাঠানো হবে আপনার জেলায় টাউন-সেন্টার চালুর বিষয়ে হেল্প করার জন্য।

যারা এখনো আবেদন করেননি তারা কমেন্টে দেয়া লিংকে গিয়ে আবেদন করতে পারেন। এক জেলায় আপাতত একটির বেশী টাউন-সেন্টার হবে না। তাই যোগাযোগ করার ক্ষেত্রে যারা আগে এপ্লাই করেছেন, তাদের সাথে আগে মিটিং হবে। এক জেলায় একাধিক আবেদনকারী থাকলে সেখানে আপনার আগের সিরিয়ালের কেউ পেয়ে গেলে আপনাকে ঐ প্রথমজনের সাথে যোগ দিয়ে কাজ করতে হবে।

হাহাহিহি শীত পড়েছে আমাদের উত্তরা গ্রামে!
এ্যঁই, কফি খাবা নাকি?

২০২৩ সাল একটা ভয়াবহ বছর হতে যাচ্ছে।
থিংকার ক্লাউডের আমেরিকান পার্টনারের সাথে মিটিং করছিলাম। এই ভয়াবহ সময়ের ভেতরে আমরা কমপক্ষে ২ হাজার লোকের জীবিকার ব্যবস্থা করতে পারার লক্ষ্যমাত্রা ঠিক করলাম। অন্তত অর্ধেকও যদি রিচ করতে পারি, এই ভয়াবহ সময়ে সেটার গুরুত্ব অনেক।

ডিপ্রেশনে আছেন? এই ছবিটার দিকে তাকান। নিউইয়র্কের বাফালো সিটি, গতকালকের ছবি।



ভাবেন আপনার এলাকার এই অবস্থা। গ্যাস দিয়ে ঘর গরম রাখতে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে আছে। আগে তো সকাল থেকে দুপুর, সন্ধ্যা থেকে মধ্য-রাত গ্যাস থাকতো না, এখন মাঝে মাঝে একটু গ্যাস পাওয়া যায়। বিদ্যুত দিয়ে ঘর গরম রাখতে গেছেন, দিনে ১৪ ঘন্টা লোডশেডিং শুরু হলো। এই ১৪ ঘন্টা আপনাকে কাটাতে হচ্ছে লেপ কিংবা কম্বলের নিচে। বের হয়ে একটু চা বা কফি (ওহ, কফি তো আবার হারাম এখন) খেতে বের হবেন? কারেং নাই। কারেং নাই নাই নাই!

কেমন ফিল করছেন এখন?

প্যারেন্টিং - ৬৩

বছরের প্রথম দিনে আপনার বাচ্চাদের ডেইলি প্ল্যানার কিনে দিন। এখানে তারা প্রতিদিনের প্রায়োরিটি, টু-ডু এবং কোন ঘন্টায় কী করেছে লিখে রাখা শুরু করবে। প্রথমে কিছুদিন আপনি সাজেশন দিতে পারেন কিভাবে লিখবে। পরে তারা নিজেরাই নিজেদেরটা মেনটেইন করতে পারবে।

এর একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল দিক আছে। দেখা যাবে কোন ঘন্টার ঘর খালি যাতে না থাকে, এজন্য সে কিছু না কিছু করতে চাইবে। আবার টু-ডু লিস্টের কাজগুলো শেষ করতে চাইবে। আবার দিন শেষে বা সপ্তাহ শেষে নিজেই দেখতে পাবে কী কী করেছে। সেটা তার প্রায়োরিটি ও টু-ডু এবং কাজকর্ম সাজাতে, করতে এবং চিন্তাশীল হতে সাহায্য করবে।

একটু ফ্যান্সি হয়ে গেল?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি