ডিপ্রেশনে আছেন? এই ছবিটার দিকে তাকান। নিউইয়র্কের বাফালো সিটি, গতকালকের ছবি।
ভাবেন আপনার এলাকার এই অবস্থা। গ্যাস দিয়ে ঘর গরম রাখতে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে আছে। আগে তো সকাল থেকে দুপুর, সন্ধ্যা থেকে মধ্য-রাত গ্যাস থাকতো না, এখন মাঝে মাঝে একটু গ্যাস পাওয়া যায়। বিদ্যুত দিয়ে ঘর গরম রাখতে গেছেন, দিনে ১৪ ঘন্টা লোডশেডিং শুরু হলো। এই ১৪ ঘন্টা আপনাকে কাটাতে হচ্ছে লেপ কিংবা কম্বলের নিচে। বের হয়ে একটু চা বা কফি (ওহ, কফি তো আবার হারাম এখন) খেতে বের হবেন? কারেং নাই। কারেং নাই নাই নাই!
কেমন ফিল করছেন এখন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।