অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
মাথা নিচু করে কখনো আকাশ দেখা যায় না। আকাশ না দেখলে আপনি উড়তে পারবেন না।
যেখানে মাথা নিচু করে থাকতে হয়, সেই স্থান ত্যাগ করেন।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের পক্ষে কোনদিনই রাজনীতি বুঝা সম্ভব হবে না। রাজনীতি বুঝতে হলে মানুশ বুঝা জরুরী। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কখনোই মানুশ বুঝতে পারবে না।

পান্ডা মার্ট থেকে কেনার এক মাসের ভেতরেই নষ্ট হয়ে গেল মাউসটা (ডানে)। অতঃপর সেই পুরাতন ভূত্যের মতন A4Tech OP-620D কিনলাম। বুঝা যাচ্ছে, ডান দিকের মাউসটা A4Tech এর নামে সীল বসানো নকল মাউস।
টাউন-সেন্টারের মার্কেটপ্লেসে আমরা এধরনের নকল প্রোডাক্ট আসলের নামে বেচতে দেব না। আপনি কপি প্রোডাক্ট বেচতে চান— ফাইন, অ্যাপলের কপি বিক্রির মত জানিয়ে বেচেন। পাবলিক জেনে কিনুক যে তারা নকল প্রোডাক্ট কিনছে।
কোয়ালিটি প্রোডাক্ট যারা বেচবে, তাদেরকে আমরা বিশেষভাবে প্রোমোট করবো। এটাকে আমরা দেশ ও জনগনের জন্য কিছু করার অংশ হিসেবে নেব। দেখা যাক কতদূর কী করতে পারি।
কিছু বুঝে উঠার আগেই ২০২২ শেষ হয়ে গেল। ২০২৩ কাটবে রাস্তায় রাস্তায়। আমার জীবনের ব্যস্ততম বছর হতে যাচ্ছে।
ভাবছি একটানা ঘুরবো। ২ জানুয়ারী বের হয়ে একবারে ৬৪ জেলা ট্রাভেল শেষ করে ফিরবো।
তোমাদের ভালুবাসায়…
প্যারেন্টিং - ৬২
আমার প্রতিদিনের পরিকল্পনা শুরু হয় ভোরে ঘুম থেকে উঠার পরপরই। ঘুম ভাঙার পরে বেডে আরো কিছুক্ষন শুয়ে থেকে আজকে দিনে কী কী করবো ভাবতে শুরু করি। মাঝে মাঝে ঘুমের ভেতর থেকে শুরু হয়। মানে, স্বপ্ন থেকে। যা নিয়ে কাজ করার কথা, ওটার বিষয়ে স্বপ্নে অনেককিছু দেখি। এসব স্বপ্ন থেকে অনেক আইডিয়াও পাওয়া যায়।
ঘুম ভাঙার পর তো সাথে সাথে উঠা হয় না। শুয়ে শুয়ে তখন ঐ দিনে কী করবো, কিভাবে করবো এসব পরিকল্পনা শুরু করি। এই প্রাকটিসটা আমি একদম ছোটবেলা থেকেই শুরু করেছি।
এধরনের প্রাকটিসের জন্য আপনার সকালটা সুন্দর হতে হবে। মানে, একদম বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত হতে হবে। নয়তো এটা আপনি করতে পারবেন না। বিশেষ করে ছোটবেলায়। বড় হলে তো নিজের আলাদা রুমে নিজের মত থাকতে পারছেন।
আপনার বাচ্চার সকালটা এরকম সুন্দর করে তুলুন। চাপমুক্ত, বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত।
ফেসবুক ইদানিং কোন একজনের একই লেখা পরপর দুই/তিন দিন টানা দেখাতে থাকে। ব্যাপারটা বিরক্তিকর। আমার কোন লেখা যেন এভাবে দেখিয়ে লোকজনের বিরক্তি উৎপাদন করতে না পারে; তাই এখন থেকে পোস্ট দেয়ার ১২ ঘন্টা পর অনলী-মী করে রাখবো।
যারা পোস্ট মিস করবেন তারা ত্রিভুজ ডট নেট থেকে দেখে নিবেন।
প্রশ্নঃ মনে করেন আপনি এক হাজার টাকা উপার্জন করলেন। সেখান থেকে সরকার ২৫% হারে ২৫০ টাকা কেটে নিলো। তারপর আপনার ট্যাক্সের টাকায় চলা প্রতিষ্ঠান আপনারই ট্যাক্সের টাকায় একটা অনুষ্ঠান করলো, সেখানে আবার ৫০০ টাকা দিয়ে টিকেট কেটে ঢুকতে হলো।
এখন আপনি কত পার্সেন্ট ট্যাক্স দিলেন?
পূর্ণমান - ২০
হিউম্যান ব্রেইনরে একসময় নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্টেড করে কম্পিউটারের অংশ হিসেবে ব্যবহার করা যাবে। মানে আপনার ব্রেইনের প্রসেসিং পাওয়ারটা ব্যবহার করা হবে কম্পিউটিং এর জন্য। সেক্ষেত্রে ব্রেইন ভাড়া দিতে পারবে লোকজন।

আগামী কয়েক বছরের ভেতরে যদি এই টেকনোলজি এভেইলেবল হয়, ঠিক কত পার্সেন্ট লোক নিজের ব্রেইন ভাড়া দিতে রাজী হবে? খুব বেশী না আমার ধারণা। কিন্তু, পৃথিবীরে খুব খারাপ একটা সময়ের ভেতর দিয়ে নিতে পারলে (যখন কোটি কোটি লোক কয়েক বছর জবলেস হয়ে মানবেতর জীবন-যাপন করবে) প্রচুর লোক ব্রেইন ভাড়া দিতে রাজী হবে। পাঁচটা মৌলিক চাহিদার মিনিমাম সংকুলানের বিনিময়েই রাজী হবে।
কিন্তু, মানুশের তো চাহিদা কখনো কনস্ট্যান্ট না। ফলে, এদের জন্য ভার্চুয়াল রিয়েলিটিতে স্বর্গ তৈরি করা হবে। তারা সেখানে যা চাইবে সব পাবে।
~ ভি.আর এরা - সিটি অব লাইট
অবতার দেখতে যাইতে হবে। কে কে যাবেন? I'll be ur guest :P