চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র



প্যারেন্টিং - ৭০

আপনার বাচ্চার ভবিষ্যত কেমন হবে? জব মার্কেটের উপরে যে AI ব্যাপক প্রভাব বিস্তার করতে যাচ্ছে; এর সাপেক্ষে তাদের ক্যারিয়ার গাইডলাইন কেমন হওয়া উচিত?
এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক দিলাম।

আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। বাচ্চাদের সঠিক গাইডলাইন দেয়ার জন্য এসব প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স জব মার্কেটের উপরে বিপুল প্রভাব বিস্তার করতে যাচ্ছে, এমতাবস্থায় আমাদের বাচ্চাদের ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে আমাদের কী ভাবা উচিত? এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক কমেন্টে দিলাম।

আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। এই প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।

Look at how it thrives!

যারা ক্যারিয়ার প্লাটফর্মটার জন্য অপেক্ষা করছিলেন, ২৫ মে ২০২৩ তারিখে আলফা রিলিজ হবে এবং লিস্টেড সবার ইনবক্সে ইনভাইটেশন লিংক পাঠানো হবে।

Ignoring the Vienna Convention is not a sign of strength but folly.

মেটার (FaceBook) ১৫০০ ডলার VR হেডসেট ওভার প্রাইস বলে রায় দেয়া মিডিয়াগুলোই দেখেন অ্যাপলের VR হেডসেটের দাম ৩০০০ ডলার হবে বলতেছে এবং এর ফিচার সম্পর্কে নিশ্চিত না হয়েই এই দাম ঠিক আছে দাবী করতেছে। TechRadar দেখলাম এই কাল্পনিক হেডসেট ও কাল্পনিক ৩০০০ ডলার প্রাইস কেন ঠিক আছে সেটা প্রমাণ করার জন্য মিথ্যা কথা পর্যন্ত বলতেছে। ওরা দাবী করেছে অ্যাপলের এই হেডসেটে ২টা সিপিউ আর মেটা কোয়েস্ট প্রো-তে ১টা সিপিউ। অথচ মেটা মোট ৩টা হাই-এন্ড সিপিউ ব্যবহার করেছে।

ঐদিকে টেসলার বিজ্ঞাপণ শুরু করবে বলার পর থেকেই ইলন মাস্করে নিয়া মিডিয়া হঠাৎ পজেটিভ হতে শুরু করেছে।



বিঃদ্রঃ অ্যাপল VR হেডসেটের ছবিটা কাল্পনিক। সকল মিডিয়া এই কাল্পনিক ছবি ব্যবহার করছে।

AI এর ব্যাপারে শুধুমাত্র মিডিয়ার উপরে ভরসা রাখা বোকামী।

গত কয়েক মাসে AI নিয়া যে কয়টা ইন্টারভিউ হয়েছে, তার প্রায় সবগুলোই দেখলাম। গতকাল স্যাম অল্টম্যানের কনগ্রেস হেয়ারিং শুনলাম পুরোটা।

এগুলো দেখার পর একই বিষয়ে মিডিয়ার নিউজ/আর্টিকেলগুলো পড়লে আপনি কিছুটা অবাকই হবেন যে— মিডিয়া কী পরিমান টুইস্ট তৈরি করে। ইন্টারভিতে বলে একটা মিডিয়া লেখে আরেকটা।

আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স নিয়া এত এত আলাপ দেখে যারা ভাবতেছেন সব এত দ্রুত চেঞ্জ হচ্ছে, কী হবে? ওয়েল, মূল চেঞ্জ এখনো শুরু হয়নি। এখনো সবাই ট্রেইন করতে ব্যস্ত। ছয় মাস থেকে এক বছর পর দেখেন কী ঘটে!

পৃথিবীর সমস্ত ব্যবসা বানিজ্যে ব্যবহৃত সফটওয়্যার ও সার্ভিসগুলোর সাথে AI ইন্টিগ্রেশনের কাজ মাত্র শুরু হয়েছে। দুই/চারটা সার্ভিস আমরা এখন দেখতে পাচ্ছি যারা কিছু ইন্ড্রাস্ট্রিরে আপসাইড-ডাউন করে দিচ্ছে। এরকম অলমোস্ট সব সেক্টরে প্রভাব দেখতে পাবেন। এরপর যা শুরু হবে সেটাকে একটা দুষ্ট চক্র বলতে পারেন।

এই দুষ্ট চক্রটা অনেকটা এরকম-
১) AI এর কারণে জব হারাচ্ছে যার ফলে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে >
২) ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে পণ্যের দাম কমাতে হবে >
৩) পণ্যের দাম কমানোর জন্য আরো বেশী AI ব্যবহার করতে হবে >
৪) আরো বেশী AI ব্যবহার করাতে আরো জব হারাবে > (১ এ ফিরে যান)

অ্যাপলের কিছু সেটাপ করতে গেলে কান্ট্রি লিস্টে আপনি সব দেশ পাবেন কিন্তু বাংলাদেশ পাবেন না। নেপাল, ভুটান এমনকি বারমুডা পর্যন্ত আছে কিন্তু বাংলাদেশ নাই।

কেন?

ফাইনালি গট মাই গানজা ব্যাগ এন্ড এয়ারপডস প্রো টুগেদার :P

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি