আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স জব মার্কেটের উপরে বিপুল প্রভাব বিস্তার করতে যাচ্ছে, এমতাবস্থায় আমাদের বাচ্চাদের ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে আমাদের কী ভাবা উচিত? এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক কমেন্টে দিলাম।
আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। এই প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।