AI এর ব্যাপারে শুধুমাত্র মিডিয়ার উপরে ভরসা রাখা বোকামী।
গত কয়েক মাসে AI নিয়া যে কয়টা ইন্টারভিউ হয়েছে, তার প্রায় সবগুলোই দেখলাম। গতকাল স্যাম অল্টম্যানের কনগ্রেস হেয়ারিং শুনলাম পুরোটা।
এগুলো দেখার পর একই বিষয়ে মিডিয়ার নিউজ/আর্টিকেলগুলো পড়লে আপনি কিছুটা অবাকই হবেন যে— মিডিয়া কী পরিমান টুইস্ট তৈরি করে। ইন্টারভিতে বলে একটা মিডিয়া লেখে আরেকটা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।