অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
এই গরমে আপনার রাউটার যেখানে আছে সেখানে যদি এসি না থাকে তাহলে রাউটারের লাইফ কমে যেতে পারে বা নষ্টও হয়ে যেতে পারে। তাই একটা ছোট ফ্যান চালিয়ে রাখেন রাউটারের পাশে। আরো ভালো হয় যদি পুরানো দুর্বল হয়ে যাওয়া কোন রাউটার দিয়ে আপাতত কাজ চালাতে পারেন। অথবা এক ঘন্টা পরপর ২০/৩০ মিনিটের জন্য রাউটার অফ করে রাখতে পারেন।
আমি হতাশাবাদী লোক না কিন্তু এসব দেখলে মাঝে মাঝে খুব হতাশ লাগে।
(যে পোস্টটা শেয়ার করতে গিয়ে এই ক্যাপশন দিয়েছিলাম ছয় ঘন্টা পর ৬৫০০+ শেয়ার ও ১৪০০০+ রিয়েক্ট পাওয়া সেই পোস্টটা লেখক সরিয়ে নিয়েছেন, তাই লিংক দেয়া যাচ্ছে না। এক ছাত্রের বিদেশি ভার্সিটিতে এডমিশন দিতে গিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার জন্য টাকা না পাঠাতে পারা ও একটা ব্যাংকের প্রতারণার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি।)
Paragraphica নামের এই যন্ত্ররে ক্যামেরা বলা ঠিক হবে কিনা বুঝতেছি না। এটি কাজ করে ক্যামেরার মতই; যেকোন জায়গার ছবি তুলতে পারে। তবে সেই ছবি অপটিক্যাল লেন্সের মাধ্যমে না বরং লোকেশন ডাটা থেকে বর্ণনা তৈরি করে সেটাকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সরে প্রোভাইড করে, এআই ছবিটা তৈরি করে।ইন্টারেস্টিং কনসেপ্ট!
এটা দেখে ভাবছিলাম— তাহলে তো ইমেজ স্টোরেজ সমস্যার একটা সমাধান হয়ে গেল! এক কিলোবাইট স্পেসেই ৪/৫-টা ছবির জায়গা হয়ে যাবে। মাত্র ২০০ বাইট স্পেসে একটা ছবি রাখা গেলে, দারুণ হয়! এধরনের জিনিষ সার্ভিলেন্স সিস্টেমে ব্যবহার করা গেলে খুব অল্প স্পেস ও প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে ম্যাসিভ স্কেলে সার্ভিলেন্স সম্ভব। এই ডাটারে যেহেতু সরাসরি রিড করা যাচ্ছে তার মানে এগুলোর উপরে সহজে কুয়েরি চালানো যাবে। আনস্ট্রাকচার্ড ডাটা প্রসেসিং তো এখন আর কোন সমস্যাই না।
John Wick : Chapter 4 দেখলাম। যথারীতি চমৎকার! মুভিটাতে অনেক কিছু আছে। শুধু শক্তি দিয়ে যে সবসময় খেলতে হয় না, এটা এই মুভির প্লটের একটা শক্তিশালী দিক।
আগের তিন পর্বের চাইতে বেশী স্কোর দেব আমি। আমার ব্যাক্তিগত রেটিং 9.4/10
জব মার্কেটের চাইতে পলিটিক্যাল সিস্টেমের উপরে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর প্রভাব নিয়া পশ্চিমারা বেশী চিন্তিত। এআই-রে তারা এখন পলিটিক্যাল কারেক্টনেস শেখানোর উপায় খুঁজতেছে। মনে হয় না তাতে কোন লাভ হবে।
কেন হবে না তার একটা কারণ বলি। জেনারেটিভ এআই ব্যবহার করে অল্প সময়ের ভেতরেই প্রথম আলো টাইপ একটা মিডিয়া গ্রুপ তৈরি করে ফেলা সম্ভব। এটা তো শুধু একটা দিক। অন্য আরো বহু দিক আছে। এই পরিবর্তন ঠেকাতে পারবে না কেউ।
--
প্রাসঙ্গিক ভাবনা:
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স পলিটিক্যাল ন্যারেটিভেরও বারোটা বাজিয়ে দিবে। প্রপারলি ব্যবহার করতে পারলে শত বছর ধরে দাঁড় করানো ন্যারেটিভ এক বছরের ভেতরেই একদম জিরো করে দেয়া সম্ভব।
(৩০ এপ্রিল, ২০২৩)
হাহা দিলে আমিও ব্লক করি। আমি কি আইসিটি মিনিস্টার হতে পারবো?
প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা যত বাড়বে জব মার্কেটের অবস্থা তত খারাপ হবে। কারণ, প্রম্পট ইঞ্জিনিয়াররা মূলত অন্যদের জব খেয়ে ফেলার কাজটা করে দেয়।
কিভাবে?
মনে করেন একটা বিশেষ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এডাপ্ট করতে হবে। এই এডাপশনের জন্য ঐ বিশেষ সেক্টরের জন্য এআই ফ্রেমওয়ার্ক (ChatGPT-রে এক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক ধরে নিলাম আমরা) ইমপ্লিমেন্ট করবে। এধরনের এডাপশনে প্রম্পট ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজ থাকে। ফলে, প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়োগ বাড়ছে মানে এধরনের ইমপ্লিমেন্টেশনের সংখ্যা বাড়ছে। প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা কত দ্রুত বাড়ছে তা একটু সার্চ করলেই আপনি জানতে পারবেন।
বর্তমানে প্রম্পট ইঞ্জিনিয়ারদের স্যালারি রেঞ্জ $175k to $335k US ডলার। সিক্স ফিগার স্যালারি দিয়ে এদের রাখা হচ্ছে আলটিমেটলি খরচ কমানোর জন্য। যেমন ধরেন একটা প্রতিষ্ঠানের বাৎসরিক স্যালারি দিতে হয় ২০০ মিলিয়ন ডলার। এই খরচর ৩০% থেকে ৫০% কমানো সম্ভব হলে তারা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইমপ্লিমেন্ট করতে এক কালীন ২০০-৩০০ মিলিয়ন ডলার খরচ করতে দ্বিধা করবে না, কারণ আলটিমেটলি সেটা তাদের বিলিয়নস অব ডলার সেভ করবে। যদি কনজিউমার প্রোডাক্ট বা সার্ভিসটাইপ কোম্পানী হয়, সেক্ষেত্রে এটা তাদের কস্ট কমিয়ে মার্কেট ক্যাপচার করতে হেল্প করবে। গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আরো ইফেক্টিভ।
একারণেই প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা এত দ্রুত বাড়ছে। এটা একটা এক কালীন বিনিয়োগ যা জব মার্কেট সঙ্কুচিত করতে থাকবে। শেষ পর্যন্ত প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদাও কমে আসবে একটা পর্যায়ে। জব মার্কেটের ক্ষেত্রে এটা একটা সাপ যা নিজের লেজ থেকে থেকে খেতে শুরু করেছে।
সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তিনবার লোডশেডিং হলো। কোথাও কিছু হয়েছে নাকি?
এটা ছিলো আগের কালার। কেন যেন সেটিংস পেজে এটা আমারে বদার করতেছিলো তাই ধূসর করে দিলাম। এটাই ভালো ছিলো নাকি নতুনটা?
যাহোক, এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করা। আসলে এত বেশী বাগ ফিক্স করতে হচ্ছে আর কিছু এসেনশিয়াল মডিউল ডেপ্লয় করার জন্য অপেক্ষা করতে হয়েছিলো (এই যেমন পয়েন্ট মডিউলটা, যেটা মূলত এই প্লাটফর্ম থেকে আর্নিং এর একটা সুবিধা দিবে স্টেবল রিলিজের পর)।
একারণে ধীরে ইনভাইট করছিলাম। কালকে থেকে ফুল স্পিডে ইনভাইটেশন শুরু করবো আবার। আশা করি এই সপ্তাহের ভেতরে বাকী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবো।
আমাদের ক্যারিয়ার প্লাটফর্ম CareerSKiLLAI এর আলফা ভার্সন রিলিজ দিলাম। গত ৯ মে ২০২৩ এর পোস্টে যারা প্রি-অর্ডার করেছিলেন সেখান থেকে ২৫১ জন + পরবর্তী পোস্টের কমেন্ট ও ইনবক্স থেকে আরো ৭৪ জনসহ ৩২৫ জনকে আগামীকাল থেকে ইনবক্সে ইনভাইটেশন লিংক+কুপন পাঠানো হবে। ইনভাইটেশন ছাড়া আপাতত এখানে একাউন্ট তৈরি করা যাবে না।
আলফা রিলিজের সাথে আমরা সর্বমোট ৫০০ জন সাবস্ক্রাইবার নেয়ার পরিকল্পনা করেছি, ফলে আরো ১৭৫ জন আবেদন করতে পারবেন। পরবর্তীতে আরো সদস্য নেয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত আমরা ছোট পরিসরেই শুরু করতে চাচ্ছি।
আমরা এই প্লাটফর্মটার বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ধরেছি ১২ ডলার, কিন্তু প্রথম ৩২৫ জনকে আমরা প্রথমে ঘোষণা করা ২ ডলার ফি এর ভেতরেই রাখবো। ফলে, তাদের কুপন কোডটি থেকে ১০ ডলার ডিসকাউন্ট পাবেন। নতুন যে ১৭৫ জন আবেদন করতে পারবেন, তাদেরকে ৯ ডলার ডিসকাউন্টের কুপন পাঠানো হবে।
সাবস্ক্রিপশন ক্যান্সেল না করা পর্যন্ত আজীবন এই ২ ও ৩ ডলার বহাল থাকবে। নতুন ১৭৫ জনকে ইনবক্সে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। কমেন্টে করা কোন আবেদন গ্রহণ করা হবে না।
পুনশ্চঃ কালকে বিকাল থেকে ইনভাইটেশন লিংক ও কুপন পাঠানো শুরু করবো। লাস্ট ১ সপ্তাহ ঘুমাইনি ঠিকমত। এখন একটা লম্বা ঘুম দেব। ইনবক্সে ম্যাসেজের জবাব দিতে দেরি হলে রাগ না করার জন্য অনুরোধ রইলো। এবং আগের লিস্টের ক্রম অনুসারে লিংক পাঠাবো। ফলে, যারা পরে আবেদন করেছেন তাদেরকে লিংক+কুপন পাঠাতে দুই/চারদিন দেরি হতে পারে।