এই গরমে আপনার রাউটার যেখানে আছে সেখানে যদি এসি না থাকে তাহলে রাউটারের লাইফ কমে যেতে পারে বা নষ্টও হয়ে যেতে পারে। তাই একটা ছোট ফ্যান চালিয়ে রাখেন রাউটারের পাশে। আরো ভালো হয় যদি পুরানো দুর্বল হয়ে যাওয়া কোন রাউটার দিয়ে আপাতত কাজ চালাতে পারেন। অথবা এক ঘন্টা পরপর ২০/৩০ মিনিটের জন্য রাউটার অফ করে রাখতে পারেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।