অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
Perfect Stranger!
বৃষ্টিতে রিকশায় ঘুরতেসি…
পেমেন্ট ইস্যুর কারণে ক্যারিয়ার প্লাটফর্মের ওয়েটিং লিস্টের সবাইকে এখনো ইনভাইটেশন পাঠান সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বর্তমানে শুধুমাত্র পেপ্যালে পেমেন্ট নিতে পারছি। এই সপ্তাহের ভেতরে বাংলাদেশী একটা গেটওয়ে যুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। অনাকাঙ্ক্ষিত এই দেরীর জন্য আবারো দুঃখিত!
আগামী সপ্তাহ থেকে টাউন-সেন্টারের ট্যুরে বের হবো। তার আগেই ৬১১ জনের সকলকে ইনভাইটেশন পাঠিয়ে যাবো। আগামী ৩০ জুন বেটা রিলিজের পর আরো ৩৮৯-টা স্লট ওপেন করা হবে $5/year ফি-তে। স্টেবল রিলিজের আগে পর্যন্ত এই এক হাজার সাবসক্রাইবারের মাঝেই আমরা সীমাবদ্ধ থাকবো। যারা আগে বুকিং দেননি, বেটা রিলিজের পরের স্লটের জন্য এখন থেকেই (ইনবক্সে) বুকিং দিতে পারেন।
আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ধৈর্য ধরে অপেক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই মূত্যুর জন্য একটা ‘গাড়ল সমাজ’ দায়ী।
এই মূত্যুর জন্য ব্যাড প্যারেন্টিং দায়ী।
এই মূত্যুর জন্য মুখস্ত বিদ্যা নির্ভর শিক্ষা-ব্যবস্থা দায়ী যা থেকে অধিকাংশই একটা সার্টিফিকেট ছাড়া আর কিছু অর্জন করতে পারে নাই এবং গাড়ল হয়ে উঠেছে।
এই গাড়লেরা সার্চিফিকেট অর্জন ও সরকারী জব পাওয়ারেই সবকিছু মনে করে। এই গাড়লদের কাছে সার্টিফিকেট ও ইনস্টিটিউশনাল প্রাইডই সবকিছু হয়ে উঠেছে এবং এরা মিলে একটা আধা-শিক্ষিত অমানবিক ‘গাড়ল সমাজ’ তৈরি করছে।
যেদিন আমরা এই গাড়ল সমাজ ভেঙ্গে নতুন সমাজ তৈরি করতে পারবো সেদিন এধরনের দুঃখজনক মূত্যু ঠেকানো যাবে।
ফ্রি এডভাইসের বিষয়ে আমার দু'টো পর্যবেক্ষন শেয়ার করি—
১) আপনার এডভাইস থেকে কারো উপকার বা ভালো কিছু হলে সে এটা মনে রাখবে না যে আপনি এডভাইসটা দিয়েছিলেন, কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা
২) আপনার এডভাইস থেকে খারাপ কিছু হলে (এমনকি সেটা তার নিজের বুঝার বা এক্সিকিউশনের ভুলে হলেও) সারাজীবন আপনার উপরে দোষ চাপিয়ে যাবে
পেইড এডভাইসের ক্ষেত্রে এসব কম ঘটে।
Apple Vision Pro is Amazing! Wish listed
ChatGPT প্রম্পট শেয়ারিং অপশনরে একটা গেমে পরিনত করা যাক। আমি একটা সিনেরিও তৈরি করে দু'টো প্রম্পটের রেজাল্ট বের করে শেয়ার দিচ্ছি (লিংক)। আপনি এই কনভারসেশন কন্টিনিউ করে এই সিনেরিওরে আরো এগিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমার প্রথম প্রম্পটটার মত একটা প্লট দিয়ে ঘটনার মোড় ঘুরাতে পারবেন। কমেন্টে বা ইনবক্সে আপনার তৈরি করা সিনেরিওর আপডেট পাঠালে আমি আবার পাঠাবো।
এতে অংশ না নিলেও এক সপ্তাহ পর এসে সবগুলো প্রম্পটের জবাব দেখে যেতে পারেন। এটা আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করতে পারে। এক সপ্তাহ পর ইনবক্সে পাওয়া সবগুলো লিংক একসাথে শেয়ার করবো।
If you find someone smarter than you, collaborate with them, don't compete.
প্রতিযোগীতা করে মিডিওকাররা।
যেদিন থেকে আপনি নিজের সৌন্দর্য বা জ্ঞানের বিষয়ে কনসার্ন হতে শুরু করবেন সেদিন থেকে আপনার জ্ঞান/সৌন্দর্য কমতে শুরু করবে।
এ্যাঁই ভালু, তোমার ঠান্ডা লাগছে? এভাবে তাকাচ্ছো কেন? আমাদের দেশের গরম দেখে হিংসে হচ্ছে?
পুনশ্চঃ এটি একটি মোটিভেশনাল পোস্ট।