ফ্রি এডভাইসের বিষয়ে আমার দু'টো পর্যবেক্ষন শেয়ার করি—
১) আপনার এডভাইস থেকে কারো উপকার বা ভালো কিছু হলে সে এটা মনে রাখবে না যে আপনি এডভাইসটা দিয়েছিলেন, কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা
২) আপনার এডভাইস থেকে খারাপ কিছু হলে (এমনকি সেটা তার নিজের বুঝার বা এক্সিকিউশনের ভুলে হলেও) সারাজীবন আপনার উপরে দোষ চাপিয়ে যাবে
পেইড এডভাইসের ক্ষেত্রে এসব কম ঘটে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।