মেটার (FaceBook) ১৫০০ ডলার VR হেডসেট ওভার প্রাইস বলে রায় দেয়া মিডিয়াগুলোই দেখেন অ্যাপলের VR হেডসেটের দাম ৩০০০ ডলার হবে বলতেছে এবং এর ফিচার সম্পর্কে নিশ্চিত না হয়েই এই দাম ঠিক আছে দাবী করতেছে। TechRadar দেখলাম এই কাল্পনিক হেডসেট ও কাল্পনিক ৩০০০ ডলার প্রাইস কেন ঠিক আছে সেটা প্রমাণ করার জন্য মিথ্যা কথা পর্যন্ত বলতেছে। ওরা দাবী করেছে অ্যাপলের এই হেডসেটে ২টা সিপিউ আর মেটা কোয়েস্ট প্রো-তে ১টা সিপিউ। অথচ মেটা মোট ৩টা হাই-এন্ড সিপিউ ব্যবহার করেছে।
ঐদিকে টেসলার বিজ্ঞাপণ শুরু করবে বলার পর থেকেই ইলন মাস্করে নিয়া মিডিয়া হঠাৎ পজেটিভ হতে শুরু করেছে।
বিঃদ্রঃ অ্যাপল VR হেডসেটের ছবিটা কাল্পনিক। সকল মিডিয়া এই কাল্পনিক ছবি ব্যবহার করছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।