চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

থিংকার ক্যারিয়ারের প্লাটফর্ম CSAI beta2 রিলিজ হলো আজকে। প্রথম ১০০০ আর্লিবার্ড সদস্যদের ভেতরে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদেরকে আগামীকাল থেকে ইনভাইটেশন পাঠানো শুরু হবে। ইনবক্সে নক করতে হবে না, ইনভাইটেশন পেয়ে যাবেন আপনার সিরিয়াল আসলেই। আপনি দেরিতে ইনভাইটেশন পাচ্ছেন মানে আমাদের কাছে আপনার গুরুত্ব কম এরকম না, আসলে প্লাটফর্মটা খুব দ্রুত রিলিজ দিচ্ছি বলে অনেক কিছুই এখনো স্ট্যাবল না। আমরা চাই না পেইড ইউজাররা কোন ধরনের সমস্যা ফেস করুক, ফলে একটু দেরিতে হলেও আপনারা ভালো সেবা পান যাতে, সেটার নিশ্চয়তা দেয়ার চেষ্টা করছি।



এই প্লাটফর্মটা থিংকার কিডস, স্কুল, কলেজ (ভার্সিটিয়ান) এর পরে ২০২৫-এ রিলিজ দেয়ার প্ল্যান ছিলো। কোভিড পরিস্থিতি এবং হঠাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্রেক থ্রু-র কারণে দুই বছর আগেই ডেপ্লয় শুরু করেছি। সেই সাথে অনেক সীমাবদ্ধতার ভেতরে কাজ করতে হয়, বুঝতেই পারছেন! এই সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর প্রি-অর্ডার যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা!
এবছর আরো ৯ হাজার পেইড সাবস্ক্রাইবার নেয়ার পরিকল্পনা রয়েছে যাদের সাবস্ক্রিপশন ফি হবে বছরে ১২ ডলার। আর স্টুডেন্টদের জন্য ফ্রি। তবে, শুধুমাত্র ভার্সিটিয়ানের ভেরিফাইড স্টুডেন্টরা এই ফ্রি একসেস পাবেন। গত কয়েক বছর ধরে যারা ভার্সিটিয়ান ব্যবহার করছেন এবং একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আজকে থেকেই CSAI (CareerSKiLLAI .com)-এ একসেস করতে পারবেন।

থিংকার ক্লাউডে মাইগ্রেশন চলার কারণে ভার্সিটিয়ানে নতুন সদস্য নেয়া বন্ধ আপাতত। আগামী মাস থেকে আবার একাউন্ট তৈরি ও ভেরিফিকেশন প্রসেস শুরু হবে ভার্সিটিয়ানে। ভেরিফিকেশন প্রসেসে আপনার স্কুল/কলেজ/ভার্সিটির Varsitian Club ও Town-Center থেকে সাহায্য পাবেন। এবছরের ভেতরেই আমরা ৬৪ জেলায় টাউন-সেন্টার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি নিজে আগামী ১৮ জুলাই থেকে জেলায় জেলায় ট্যুর শুরু করার প্রস্তুতি নিচ্ছি এই নেটওয়ার্ক তৈরি করার জন্য।

বলে রাখা ভালো যে— স্টুডেন্ট ভেরিফিকেশন প্রসেসে আপনাদের কিছুটা খরচ হতে পারে যা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হবে। এটা এক-কালীন ফি এবং এই টাকাটা মূলত টাউন-সেন্টারের পরিচালক ও ভার্সিটিয়ান ক্লাবের সদস্যরা নিবে, আমাদের (থিংকার ক্লাউডের) একাউন্টে আসবে না। যেহেতু এধরনের প্রসেসে জনবল ও সময় খরচ হবে, তাই এই সামান্য ফি তাদের প্রাপ্য বলে আমরা মনে করি এবং আমরা এই ফি কালেক্ট করার অনুমতি প্রদান করবো। তবে কোন টাউন-সেন্টারের পরিচালক যদি মনে করে তারা ফি নিবে না, সেটা তাদের বিষয়। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং ভার্সিটিয়ান ক্লাব কিংবা টাউন-সেন্টারের কার্যক্রমে জয়েন করে থাকেন, এই ফি-এর একটা অংশ আপনিও পেতে পারেন। ভার্সিটিয়ান ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর এবিষয়ে ভার্সিটিয়ান ও টাউন-সেন্টারে আপডেট পাবেন। আমরা আগামী এক বছরে দুই লাখ স্টুডেন্টদের ভেরিফাই করার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে কাজ করে যাচ্ছি।

ফেসবুক থেকে যারা CSAI এর জন্য প্রি-অর্ডার করেছেন, এই পোস্টটা মূলত তাদের উদ্দেশ্যে দেয়া। সেই সাথে বেটা রিলিজের পোস্টের পর স্টুডেন্টদের ফ্রি একসেস পাওয়ার উপায় যারা জানতে চেয়েছিলেন, তাদের উদ্দেশ্য একটা ক্যাজুয়াল পোস্ট, তাই প্রফেশনাল টোন পরিহার করা হয়েছে এবং ভাষাগত অসতর্কতা থাকতে পারে। যেকোন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইলো, সেই সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

I unfriended @everyone who uses @highlights on fb.





লেক্স ফ্রিডম্যানের নেয়া মি.বিস্টের ইন্টারভিউ দেখতেছিলাম। মি.বিস্টের একটা একটা স্ট্রেটেজি ভালো লাগছে। সে ইন্ড্রাস্ট্রি থেকে এক্সপেরিয়েন্স লোক না নিয়ে ফ্রেশারদের নিজে ৫/৬ মাস ধরে ট্রেইনিং দিয়ে বানিয়ে নেয়। একসময় আমিও এসিস্ট্যান্ট প্রোগ্রামার বানানোর জন্য এই স্ট্রেটেজি ফলো করছিলাম, কিন্তু বাংলাদেশে এটা কাজ করে না। পোলাপান শিখতেই চায় না, ফ্রি শেখালে আরো ফাঁকিবাজি করে।

আরেকটা ট্রাই দেব ভাবছি।





৬ দিনে একটা হেক্সা কয়েন পেলে প্রতিজন সদস্য বছরে ৬০.৮৩টা কয়েন পায়। এক হাজার ইউজার এক বছরে ৬০৮৩-টা কয়েন পর্যন্ত পেতে পারে। একটা কয়েনের মূল্য ১০০ টাকা হলে বছরে আমরা ৬০,৮৩,৩৩৩ টাকা গিভএওয়ে করতেছি।
আমার ফকির হতে কত বছর লাগবে হিসাব করতেছিলাম :/

আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সরে দিয়ে প্রতিবার রিজিউমি জেনারেট করাতে ১০০ পয়েন্ট খরচ হবে, সেক্ষেত্রে একজন বছরে সর্বোচ্চ ৬০বার তার রিজিউমি রিবিল্ড করতে পারবে। এক হাজার লোকের ৬০ হাজার রিকোয়েস্ট! বেচারা vAI!



ইনস্ট্যান্ট কফি যদি আপনি সঠিক নিয়মে বানাতে পারেন সেটার টেস্ট বেশ ভালোই হয়। একটা রেসিপি শিখিয়ে দেই আপনাদের।



আমাজন প্রাইম ডে ডিলে দেখলাম সনির XM4/XM5 হেডফোনগুলোতে ভালো ডিসকাউন্ট দিয়েছে। এতে ANC আছে, কানে দিয়ে নয়েজ ক্যান্সেলেশন অন করে দিলেই দুনিয়া সাইলেন্ট। এরপর একটা বৃষ্টি বা আপনার পছন্দের এম্বিয়েন্ট সাউন্ড চালিয়ে কাজে বসে যান, প্রোডাক্টিভিটি সে-ই লেভেলের বুস্ট করে।

এটারে একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন। যে পরিমান এক্সট্রা কাজ করতে পারবেন, ওয়েল ওয়ার্থি। থ্যাংকস মি লেটার!

এই স্কেলের বেতনে জব করার জন্য লোকজন ২০/৩০ লাখ টাকা খরচ করে জব নিলে দেশ থেকে দূর্নীতি কখনোই দূর হবে না।

বই লেখার সুবিধার্থে এই সফটওয়্যারটা বানাচ্ছি গত কয়েক বছর ধরে। এটা একটা কাজের জিনিষ হচ্ছে :)




প্যারেন্টিং বইটা লেখা শেষ, এখন গুছাচ্ছি। প্রায় এক হাজার পৃষ্ঠার মত কনটেন্ট যাবে বইটায়, সাথে আরো প্রায় ১৫ হাজার পৃষ্ঠার মত কনটেন্ট আছে। এই বইটা লিখতে গত দশ বছরে আমি প্যারেন্টিং + সাইকোলজি ও ফুড সায়েন্স নিয়ে ৯৭-টা বই পড়েছি এবং উইশলিস্টে আরো ২০০+ বই আছে (যেগুলো পড়বো সামনে)। সাথে ওয়েব থেকে হাজার পাঁচেক আর্টিকেল পড়েছি ও ২০০+ ভিডিও দেখেছি যাতে প্রায় ৩০০ ঘন্টার মত কনটেন্ট ছিলো।

আমি যে নতুন বইয়ের ফরম্যাট দাঁড় করিয়েছি (যেটার নাম দিয়েছি Book 4.0) ওখানে এই সমস্ত কনটেন্টগুলো ধীরে ধীরে যুক্ত হতে থাকবে। মানে বিষয়টা এরকম যে- আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্যারেন্টিং এর উপরে কনটেন্ট ওখানে যোগ করতে থাকবো। Book 4.0 ব্যাপারটাই এরকম। আপনারা এরকম কোন টপিকের উপরে Book 4.0 নিয়ে কাজ করতে চাইলে জানাতে পারেন।

প্যারেন্টিং এর উপরে এই বইটা অক্টোবরের পরে রিলিজ দেয়ার প্ল্যান। ক্যারিয়ার প্লাটফর্মটা ফুল রিলিজ দিয়ে যখন Thinkr Kids রিলিজ শুরু করবো, তখন পেপারব্যাক বইটা পাবলিশ করে অনলাইনে Book 4.0 ডেপ্লয় শুরু হবে।
ছবিতে যে ছয়টা কাভার ফটো দেখছেন, এই ৬টা বিষয়ের উপরে ৬টা Book 4.0 লিখছি। কিংবা লিখছি না বলে বানাচ্ছি বলা ভালো। Book 4.0 মোর দ্যান অ্যা ট্রেডিশনাল বুক!

যদি আপনি একজন ভালো দার্শনিক হয়ে ওঠেন তাহলে আপনার মিসটেকগুলোও পৃথিবীর জন্য পজেটিভ ঘটনা হতে পারে। অন্যরা যাতে একই ভুল না করে, সেই গাইডলাইন দিয়ে যেতে পারবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি