৬ দিনে একটা হেক্সা কয়েন পেলে প্রতিজন সদস্য বছরে ৬০.৮৩টা কয়েন পায়। এক হাজার ইউজার এক বছরে ৬০৮৩-টা কয়েন পর্যন্ত পেতে পারে। একটা কয়েনের মূল্য ১০০ টাকা হলে বছরে আমরা ৬০,৮৩,৩৩৩ টাকা গিভএওয়ে করতেছি।
আমার ফকির হতে কত বছর লাগবে হিসাব করতেছিলাম :/
আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সরে দিয়ে প্রতিবার রিজিউমি জেনারেট করাতে ১০০ পয়েন্ট খরচ হবে, সেক্ষেত্রে একজন বছরে সর্বোচ্চ ৬০বার তার রিজিউমি রিবিল্ড করতে পারবে। এক হাজার লোকের ৬০ হাজার রিকোয়েস্ট! বেচারা vAI!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।