চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।



সূত্রঃ
1) Smartphone Ban Recommended In Schools As UN Says They Are A ‘Distraction To Learning’ - forbes
2) Put learners first: Unesco calls for global ban on smartphones in schools - Theguardian

একটা বিষয় খেয়াল করলাম। একাডেমিক আলাপ আর একটিভিজমের ভেতরে পার্থক্য ধরতে না পারা লোকজনই সোশ্যাল মিডিয়াতে আইসা অন্যদের একাডেমিক ডিসকাশন শেখানোর চেষ্টা করে। ইন্টারেস্টিং ব্যাপারটা!

টাউন-সেন্টার নেটওয়ার্কের ৪৫-টা জেলার প্রায় ৬০ জনের তথ্য মতে ইন্টারনেট সবচাইতে বেশী ক্ষতির কারণ হয়েছে লোয়ার মিডল ক্লাশের জন্য। দুই/তিন বছর আগে আমার প্রাথমিক এজাম্পশানও এরকমই ছিলো। বিশেষ করে যেসব ফ্যামিলির কেউ মধ্যপ্রাচ্যে থাকে, সেসব ফ্যামিলির ছেলে/মেয়েরা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে (আমার সাথে আলাপ হওয়া) সকলের ধারণা।

বিষয়টা যদি আসলেই এরকম হয়ে থাকে, তাহলে এটা প্রেডিক্ট করা খুব সহজ যে একটা বিশাল শ্রেণী আবার গরীব হয়ে যাবে। লোয়ার মিডল ক্লাশের জন্য ইন্টারনেট বেশী ক্ষতিকর হওয়ার পেছনে সম্ভবত প্যারেন্টদের অজ্ঞতা ও উদাসীনতা দায়ী।

৬৪ জেলায় টাউন-সেন্টার চালু হয়ে যাওয়ার পরে এই বিষয়ে আমরা একটা জরিপ চালাবো।

ইলন পাগলা কিলড দ্য বার্ড! RIP Birdie. You'll be missed!



খুবই বাজে একটা কাজ হইছে এইটা। যদিও আমার মনে হয় এইটা সাময়িক, মার্কেটিং স্ট্যান।
বিশ্বের টাউন স্কয়ার হিসেবে পরিচিত টুইটাররে জাকারবার্গের থ্রেড কোনদিনই রিপ্লেস করতে পারবে না। কিন্তু ইলন পাগলা এসব করতে থাকলে অন্য কেউ অবশ্যই টুইটাররে রিপ্লেস করে ফেলবে। কে জানে, হয়তো আমার টাউন-সেন্টারই হবে সেই অ্যাপ :)



সরকারী কর্মচারীদেরও বেতন দিতে পারতো না টাকা না ছাপালে। কিন্তু এভাবে কতদিন? মূদ্রাস্ফিতি আরো বাড়বে। ডলার ২০০ টাকা অতিক্রম করবে এভাবে চলতে থাকলে।



2050 সাল নাগাদ পৃথিবীর কোন দেশের পপুলেশন এজ গ্রুপ কেমন হবে, এখানে সেই ডাটা ভিজ্যুয়ালাইজেশন দেখা যাচ্ছে। খেয়াল করেন— ইউরোপ, চায়না আর জাপানে কিভাবে বৃদ্ধের সংখ্যা বাড়ছে এবং তরুনদের সংখ্যা কমছে। এই ভূ-খন্ডগুলো আফ্রিকান আর এশিয়ানদের দখলে চলে যাবে। চীনারা যেমন হুট করে বিশাল শক্তি হয়ে উঠছে তেমনি হুট করেই হারিয়ে যাবে।



ফেসবুকে পোস্ট করার একটু পরেই যেসব লেখা অনলী মী করে ফেলি, সেগুলোর একটা কপি ত্রিভুজ ডট নেটে থাকে।

দু'টো কারণে ফেসবুকে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর অনলী মী করি— বিস্তারিত এখানে

এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত - ৭

আমি যা দেখতে পাচ্ছি তা যদি আপনাদের দেখাতে পারতাম, অধিকাংশের ঘুম হারাম হয়ে যেত। ভবিষ্যতে এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত এই বিষয়ে ChatGPT-4 এর সাথে কথা বলছিলাম। আমি গত ১২ বছর ধরে গবেষণা করে যা যা আউটলাইন করেছি, GPT-4 দেখলাম একই কথা বলছে।

জব মার্কেটের যে কী রেডিক্যাল পরিবর্তন আসতে যাচ্ছে, খুব কম লোকই তা কল্পনা করতে পারতেছে। জব মার্কেট চেঞ্জ মানে এডুকেশন সিস্টেম চেঞ্জ। সেই চেঞ্জ অনেক দ্রুত ও ব্যাপক হতে যাচ্ছে। এর সাথে তাল মিলিয়ে আগানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়া দরকার! সময় খুব কম আমাদের হাতে।

কেউ ভূত ভয় পাচ্ছে দেখে মুচকি মুচকি হাসছেন? ভূতের ভয় আপনারো আছে। আপনার ফিয়ারগুলো হচ্ছে আপনার ভূত। ভূতের মতই এগুলো আপনার কল্পনাতে তৈরি। নিজের ভূত/গোস্টরে ডিফিট করেন, অনেকদূর যেতে পারবেন।

ইনবক্সে একজন জানালেন— প্রতি জেলা হতে ১০০ জন করে ৬৪০০ জন মেধাবী স্টুডেন্টের ভেরিফিকেশন ফি উনি ডোনেট করতে চান।

এদেশ নিয়ে আমি এজন্যই এত আশাবাদী!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি