ইলন পাগলা কিলড দ্য বার্ড! RIP Birdie. You'll be missed!
খুবই বাজে একটা কাজ হইছে এইটা। যদিও আমার মনে হয় এইটা সাময়িক, মার্কেটিং স্ট্যান।
বিশ্বের টাউন স্কয়ার হিসেবে পরিচিত টুইটাররে জাকারবার্গের থ্রেড কোনদিনই রিপ্লেস করতে পারবে না। কিন্তু ইলন পাগলা এসব করতে থাকলে অন্য কেউ অবশ্যই টুইটাররে রিপ্লেস করে ফেলবে। কে জানে, হয়তো আমার টাউন-সেন্টারই হবে সেই অ্যাপ :)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।