চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

CSAI-এ আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স vAI পাওয়ারড জব এপ্লিকেশন ডিরেকশন সার্ভিসের আলফা টেস্টিং শুরু করেছি। যারা ইতিমধ্যে প্লাটফর্মে নিজেদের রিজিউমি/সিভি বিল্ড করেছেন তারা জব এপ্লিকেশনের লিংক সাবমিট করলে vAI আপনাদের সাজেশন ও গাইডলাইন দিয়ে সহায়তা করার চেষ্টা করবে। যদি জবের লিংক কোথাও না থাকে, সেক্ষেত্রে আপনার CSAI আইডিসহ ইনবক্সে টেক্সট ফাইলে পাঠাতে পারেন, আমরা টেম্প লিংক বানিয়ে দেব।

যারা এখনো ইনভাইটেশন পাননি কিংবা প্রথম এক হাজার বেটা টেস্টার লিস্টে নেই, তারাও এই আলফা টেস্টিং-এ অংশ নিতে পারবেন। এক্ষেত্রে ইনবক্সে আপনার রিজিউমি/সিভি ও জব এপ্লিকেশনের লিংক কিংবা টেক্সট/ডকুমেন্ট ফাইল পাঠাতে হবে। সিভি ও জব এপ্লিকেশন দু'টোই ইংরেজীতে হতে হবে এবং লিংক বা টেক্সট/ওয়ার্ড ডকুমেন্ট ফাইল হতে হবে।

যারা ম্যানুয়ালি ইনবক্সে পাঠাবেন; তাদেরকে প্রতি শনি-রবিবার জবাব দেয়ার চেষ্টা করবো।

আর এটা আলফা টেস্টিং, তাই এখনি আহামরি রেজাল্ট পাবেন না হয়তো। আশা করছি এই মাসের ভেতরেই এই ফিচারটার বেটা রিলিজ দিতে পারবো। এরপর বাকী ৯ হাজার জনের স্লট ওপেন করা হবে।

যারা আলফা টেস্টিং-এ অংশ নিবেন, তাদের জন্য বছরে ১২ ডলারের সাবস্ক্রিপশন ফি'র উপরে ২ ডলার ডিসকাউন্ট দেয়া হবে। সেক্ষেত্রে ইনবক্সে আপনার আগ্রহের কথা জানিয়ে রাখতে হবে।

পুনশ্চঃ ফেসবুকে খুব কম আসা হয় আমার, তাই ইনবক্সে ম্যাসেজ দিয়ে সাথে সাথে জবাব আশা না করাই ভালো। তবে প্রতি শনি-রবিবার অবশ্যই জবাব পাবেন।

'ইলন মাস্ক আর জাকারবার্গ কুস্তি লড়বে', এই টাইপ নিউজ দেখলেই আমার বিরক্ত লাগে!
ইলন মাস্ক আন্তর্জাতিক মিডিয়ার পরিমনি হয়ে উঠছে।

একবার কাজিনরা আমার জুতা লুকিয়ে রেখেছিলো আমাকে আটকাতে। একই ফর্মূলা কিন্তু মেয়েদের বেলায় কাজ করবে না। কারণ...



একারণেই মেয়েদের আটকানো যায় না...!

পৃথিবীটা আসলে অতটা বোরিংও না, বুঝলেন!



ভোরে ঘুম থেকে উঠার পর আরো ৩০ মিনিটের মত শুয়ে থাকি এবং সারাদিনে কী করবো কিভাবে করবো তা নিয়ে ভাবি। আজকের ভাবনার বিষয় ছিলো ফুড ব্লগিং ও ফুড ক্রিটিক। টাউন-সেন্টারের ট্রাভেল সেকশানের একটা বড় অংশ বিভিন্ন দেশ ও এলাকার কালচার নিয়ে। ফুড তো কালচারের একটা অংশ। এক্সপ্লিসিট (Observable) এসপেক্ট অব কালচারে খাবার ও রন্ধনপ্রণালী (Food and cuisine) অনেক গুরুত্বপূর্ণ। ফলে বিভিন্ন অঞ্চলের খাবার ও সেগুলোর রন্ধনপ্রণালী/রেসিপির ডাটাবেস বানাচ্ছি আমরা অনেকদিন ধরেই। টাউন-সেন্টার যারা ব্যবহার করবে তারা এই ডাটাবেসে ফ্রি একসেস পাবে এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। আজকে ভাবছি ফুড রিকমেন্ডেশন সিস্টেম যুক্ত করা যায় কিভাবে।

বিষয়টা এরকম হবে যে— আপনি কোন একটা এলাকায় গেলেন আর সেখানকার কোন খাবার কেমন লাগলো সেটা শেয়ার করলেন। ফলে আপনার দেশ থেকে অন্য কেউ যখন একই এলাকা ভ্রমণে আসবে, তাদের জন্য খাবার খুঁজে পেতে সহজ হবে। যেমন চীনে গিয়ে একজন আমেরিকান কোন কোন ফুড আমেরিকানদের টেস্টের সাথে যায় সেটা রেকমেন্ড করে রাখলো। একজন বাঙালিও তাদের স্বাদ ও রুচির সাথে মিলে এরকম খাবার রেকমেন্ড করলো। ফলে একজন আমেরিকান বা বাঙালি চীনে গেলে অন্য আমেরিকান বা বাঙালি ভাইদের রেকমেন্ড থেকে সহজে খাবার খুঁজে বের করতে পারবে। এই ফিচার ফুড ব্লগিংরে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে।

২৪৭ টা দেশের ১০ হাজার সিটিতে আমরা টাউন-সেন্টার তৈরি করবো। বেঁচে থাকলে এই ২৪৭টা দেশের সবগুলোতে একবার করে হলেও যাওয়ার ইচ্ছা আছে। ভাবছি এই ফুড ব্লগিং এখন থেকেই শুরু করে দেব কিনা। মানে যেখানেই গেলাম সেখানকার সকল ফুড ট্রাই করার চেষ্টা করলাম। অন্তত জনপ্রিয় ফুডগুলো। তারপর রেকমেন্ড করলাম। আপাতত নোটবুকে টুকে রাখলাম, পরে টাউন-সেন্টারে এন্ট্রি দিয়ে দিলাম।

আমার এই পোস্ট যাদের নজরে পড়েছে তারা নতুন কোন এলাকায় গিয়ে সেখানকার ফুড ট্রাই করলে নিজের অভিজ্ঞতা নোট করতে পারেন। কিছুদিন পর এই নোট থেকে টাউনসেন্টরে আপডেট দিতে পারবেন। এটা আপনাকে যেমন বিশ্বব্যাপি পরিচিত করে তুলবে তেমনি অন্যরাও উপকৃত হবে। এই ডাটাগুলো আমরা ফ্রি ডিস্ট্রিবিউট করবো, ফলে কোটি কোটি লোকের কাছে পৌঁছানো সম্ভব হবে।



Having some delicious Chinese food with Chinese friends.

আর কিছুদিন পর যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে রেজিঃ সম্পন্ন হবে তারপর দেখবেন জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে। খরচ বাড়ছে, জনগনের ক্রয় ক্ষমতা বাড়ছে না।

কিভাবে জীবন কঠিন হবে সেটা নিয়ে হাজার পৃষ্ঠার বই লেখা সম্ভব। শুধু শিক্ষার্থীদের পাঠ্য-বই নিয়ে বলি। আপনারা নীলক্ষেত থেকে যে বইটা এখন ১২০-৩০০ টাকা দিয়ে কিনছেন এই বইগুলো তখন ১৫০০-৫০০০ টাকা দিয়ে কিনতে হবে, কারণ জেনুইন কপি কিনতে হবে। তো, আমাদের দরিদ্র জনগন কিভাবে এসব বই কিনবে? পড়াশোনা, জ্ঞান অর্জন তো করতে হবে!

এর একটা সমাধান নিয়ে আমরা কাজ করছি। সেই কাজে আপনিও অংশ নিতে পারবেন আর কিছুদিন পর। কিন্তু তার জন্য দু'টো প্রস্তুতি লাগবে—
১) বাংলা ও ইংরেজী ভাষার উপরে দখল যতটা সম্ভব বাড়ানো,
২) যেকোন একটা বিষয়ের উপরে যতটা সম্ভব বিশেষজ্ঞ হওয়া।

এই প্রস্তুতি নিতে থাকেন। সামনে ক্যারিয়ার, পড়াশোনা ও জ্ঞান অর্জন, সবই বদলে যাবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় কম আমাদের হাতে।

টাউন-সেন্টারে যেকেউ প্রোফাইল বানাতে পারবে এবং আমরা ক্যাটাগরি, দেশ, এলাকা হিসাবে সেগুলো লিস্ট করার অপশন দেব। প্রফেশনালরা নিজেদের ব্রান্ডিং করতে পারবে যা তাদেরকে ক্লায়েন্ট ও বিজনেস পার্টনার পেতে সাহায্য করবে। এখানে প্রোফাইলগুলো টিপিক্যাল সোশ্যাল মিডিয়ার মত হবে না।
নেটওয়ার্কিং এর জন্য একটা মাস্ট হ্যাভ টুল হিসেবে দাঁড় করাচ্ছি এটাকে। আগামী অক্টোবরে বেটা রিলিজের পর বিস্তারিত জানাবো।

আর কিছুদিনের ভেতরে টাউন-সেন্টার থেকে বাংলাদেশের সকল নিউজ শিরোনাম ও সামারি চেক করতে পারবেন। বাংলা ও ইংরেজী, দু'টো ভাষাতেই আমরা দেশের সকল নিউজ কাভার করতে যাচ্ছি। মূলত বিভিন্ন পত্রিকা থেকে লিংক শেয়ার করা হবে, সাথে আমাদের জেলা প্রতিনিধিরা আপডেট দিবে। এখানে দেশের সকল গুরুত্বপূর্ন খবর এবং জেলা অনুযায়ী খবর দেখা যাবে।

অক্টোবর থেকে দেশের সকল জাতীয় দৈনিক এবং নভেম্বর/ডিসেম্বর থেকে বিভিন্ন জেলার নিউজ আপডেট শুরু হবে।

আগামী বছরের ভেতরে আরো কয়েকটা দেশের নিউজ এভাবে এক জায়গাতে পাওয়া যাবে। ২০২৬ এর ভেতরে অন্তত ৫০ টা দেশের নিউজ এবং ২০৩০ এর ভেতরে ২৪৭ টা দেশের ১০ হাজার টাউন-সেন্টার থেকে পুরো পৃথিবীর নিউজ আমরা কাভার করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।

বই কিনে কেউ দেউলিয়া হয় না কারণ বই না কিনলে আপনি অন্যকিছু কিনতেন। এত কম খরচের রিটেল থেরাপি নাই আর।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি