অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
Under the vast expanse of a blue sky and the dance of a strong wind, the middle of the river becomes a sanctuary of serenity, where nature's symphony and your soul's journey harmonize.
চল্লিশ বছর আগের ছবি নয়, একটু আগে মেঘনা নদীর মাঝ থেকে তুলেছি। নদীতে প্রচুর বাতাস। একটা ট্রলার পাল তুলে দিয়ে সেই সুবিধা নিচ্ছে।
যান্ত্রিক সভ্যতা যে কিছুকিছু বিষয়ে আমাদের বুদ্বিবৃত্তিক অবনতি ঘটিয়েছে, পাল হারিয়ে যাওয়া হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমার ধারণা পাল আবার ফিরে আসবে। মানবজাতিরে বেশীদিন বোকা বানিয়ে রাখা যায় না। বিনা খরচে বাতাসের এই শক্তি ব্যবহার করার মত বুদ্ধি আমরা ফিরে পাবো।
ত্রিশ দিনে ৭২০ ঘন্টা হয়। এই ৭২০ ঘন্টা কিভাবে কাটান বা কাটাতে চান, সেই প্ল্যান করতে পারবেন এই টুল ব্যবহার করে। এই যেমন— প্রতিদিন যদি ৮ ঘন্টা ঘুমান তাহলে মাসে ২৪০ ঘন্টা ঘুমানো হয়, হাতে থাকে ৪৮০ ঘন্টা। এভাবে হিসাব করে দেখতে পাবেন আমাদের সময় আসলে কত কম।
আপনার বাচ্চাদের নিয়ে বসেন। তাদের সময় হিসাব করে দেখান, নিজেরাই বুঝতে পারবে কত কম সময় আছে খরচ করার মত। এরপর পিডিএফ নামিয়ে প্রিন্ট করে তাদের পড়ার টেবিলের সামনে লাগিয়ে দিতে পারেন। এই চার্ট চোখের সামনে থাকলে সময় সচেতনতা বাড়বে। টুলটা একসেস করতে এখানে ক্লিক করুন।
বইয়ের নামটা ইন্টারেস্টিং লাগায় পড়তে শুরু করেছিলাম। লেখক ইউনিভার্সিটি অব টেক্সাসের একজন প্রফেসর। বেশ কিছু গবেষণা লব্ধ তথ্যের রেফারেন্স তিনি দিয়েছেন।
ইন্টিলিজেন্স, সাকসেস, এবং হ্যাপিনেসের ভেতরে প্যারাডক্সিক্যাল সম্পর্ক নিয়া মূলত বইটা। এই বিষয়গুলো নিয়া প্রচলিত ধ্যান-ধারণাগুলোর ভুলটা ঠিক কোথায়, সেসব নিয়ে অনেক আলাপ আছে। এগুলোর ভেতরে যে কোরিলেশনটা পাবলিক ধারণা করে, সেটা তো আসলে ঠিক না।
লোকে যে ভাবে সাকসেসফুল হয়ে জীবনে হ্যাপিনেস নিয়ে আসবে, ঘটনাটা আসলে উলটা ঘটে। হ্যাপিনেস থাকলেই বরং সাকসেসের দেখা পেতে সহজ হয়। যে কারণে 'দেখাইয়া দিমু' মানসিকতা সমস্যাজনক। মানে আপনি ভাবতেছেন জীবনে অনেক বড় কিছু হয়ে দেখাইয়া দিবেন তারপর সুখ, ব্যাপারটা আসলে তার উলটা।
অন্যদের সাথে নিজেরে তুলনা করা কেন ভুল, সেই আলাপও সুন্দরভাবে আছে বইটায়। সুপেরিওরিটির ট্রাপে না পড়তে বলছেন তিনি।
অতি প্যাশিওনেট হওয়া যে সমস্যাজনক, সেটা নিয়াও আলাপ আছে। কাজের বাইরেও যে একটা জীবন আছে, শেষ জীবনে এসে বিল গেটটস সেটা রিয়েলাইজ করেছে (কিছুদিন আগে তিনি এই রিয়েলাইজেশন নিয়ে বলেছিলেন)। আবার ইন্টিলিজেন্স, সাকসেস, এবং হ্যাপিনেসের বিষয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। এ বিষয়ে জীম ক্যারির একটা কোট আছে। “I think everybody should get rich and famous and do everything they ever dreamed of so they can see that it's not the answer. ― Jim Carrey”
আরো বহুকিছু নিয়া আলাপ আছে। এক কথায়— ভালো ছিলো, পড়তে পারেন।
শুধুমাত্র ফেসবুক গ্রুপ বা পেজের উপরে নির্ভর করে ব্যবসা না করার জন্য কত বছর ধরে বলতেছি!
পরিচিত একজনের গার্মেন্টস আইটেমের ব্যবসায় ইনভেস্ট করেছিলাম। ঐ ব্যবসাটা পুরোপুরি ফেসবুক নির্ভর ছিলো। পার্টনাররে একটা ই-কমার্স সাইট বানিয়ে দিয়ে বলেছিলাম ফেসবুক থেকে কাস্টমারদেরকে সাইটে মুভ করতে। কথা শুনে নাই। কয়েক মাস পর লাখ খানেক লাইক/ফলোয়ার সমৃদ্ধ পেজ ডিজেবল হয়ে গেল। পুরো কাস্টমার বেজ গায়েব! এরকম কত কেস আছে...!
নয়টা-চারটা ঘুমানোর জন্য বেস্ট।
ভোর রাতে ঘুম থেকে উঠার পর পৃথিবীরে অন্যরকম লাগে। চিন্তা করার জন্য আদর্শ সময় এটা। ওয়ার্ক প্ল্যানিং এর জন্যও ভালো।
এনালগ ঘড়ি, ক্যালেন্ডার, টু-ডু লিস্ট, স্টিকি নোট ও ক্যালকুলেটর— এগুলো প্রতিদিন কাজে লাগে আমাদের। এর জন্য আলাদা আলাদা অ্যাপ সেটাপ করার প্যারা থেকে বাঁচতে CSAI-এ সবার জন্য ফ্রি টুল হিসেবে CS DESK রিলিজ দিলাম।
এখানে সেভ করা আপনার টুডু লিস্ট কিংবা স্টিকি নোটের ডাটা আমাদের সার্ভারে সেভ হবে না, সরাসরি আপনার নিজের কম্পিউটারে সেভ হবে। তাই প্রাইভেসি নিয়ে ভাবতে হবে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। CS DESK ব্যবহার করতে এখানে ক্লিক করুন।
১ টাকায় কুটিপতি!
আমাকে ১ টাকা করে পাঠাবে এরকম এক কোটি লোকরে আমি শিখিয়ে দেব কিভাবে ফেসবুক ব্যবহার করে কুটিপতি হতে হয়!
মনে করেন ১৯৫৩ সালের একটা ক্যালেন্ডার দরকার, প্রিন্টও করতে হবে। কোথায় পাবেন? যেকোন বছরের ক্যালেন্ডার জেনারেট ও পিডিএফ হিসাবে ডাউলোডের একটা ফ্রি সার্ভিস তৈরি করলাম।
সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধির সাথে এয়ার পল্যুশনের যোগসূত্র পাওয়া গিয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।