শুধুমাত্র ফেসবুক গ্রুপ বা পেজের উপরে নির্ভর করে ব্যবসা না করার জন্য কত বছর ধরে বলতেছি!
পরিচিত একজনের গার্মেন্টস আইটেমের ব্যবসায় ইনভেস্ট করেছিলাম। ঐ ব্যবসাটা পুরোপুরি ফেসবুক নির্ভর ছিলো। পার্টনাররে একটা ই-কমার্স সাইট বানিয়ে দিয়ে বলেছিলাম ফেসবুক থেকে কাস্টমারদেরকে সাইটে মুভ করতে। কথা শুনে নাই। কয়েক মাস পর লাখ খানেক লাইক/ফলোয়ার সমৃদ্ধ পেজ ডিজেবল হয়ে গেল। পুরো কাস্টমার বেজ গায়েব! এরকম কত কেস আছে...!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।