আর কিছুদিনের ভেতরে টাউন-সেন্টার থেকে বাংলাদেশের সকল নিউজ শিরোনাম ও সামারি চেক করতে পারবেন। বাংলা ও ইংরেজী, দু'টো ভাষাতেই আমরা দেশের সকল নিউজ কাভার করতে যাচ্ছি। মূলত বিভিন্ন পত্রিকা থেকে লিংক শেয়ার করা হবে, সাথে আমাদের জেলা প্রতিনিধিরা আপডেট দিবে। এখানে দেশের সকল গুরুত্বপূর্ন খবর এবং জেলা অনুযায়ী খবর দেখা যাবে।
অক্টোবর থেকে দেশের সকল জাতীয় দৈনিক এবং নভেম্বর/ডিসেম্বর থেকে বিভিন্ন জেলার নিউজ আপডেট শুরু হবে।
আগামী বছরের ভেতরে আরো কয়েকটা দেশের নিউজ এভাবে এক জায়গাতে পাওয়া যাবে। ২০২৬ এর ভেতরে অন্তত ৫০ টা দেশের নিউজ এবং ২০৩০ এর ভেতরে ২৪৭ টা দেশের ১০ হাজার টাউন-সেন্টার থেকে পুরো পৃথিবীর নিউজ আমরা কাভার করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।