চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

কাজ+খেলা+রাজনীতি, সবই থাকবে। শুধু প্রায়োরিটি বুঝতে হবে এবং পরিমিতিবোধ থাকতে হবে। বাজে রেফারিং স্বত্বেও উপভোগ্য ছিলো ম্যাচটা। অভিনন্দন আর্জেন্টিনা। গুড জব মেসি এবং মার্টিনেস! য়্যু বোথ বিউটি!!

মমতা = ইন্টেলেক্ট + ইনটুইশন
সুখ-দুঃখ শুধুমাত্র লজিক দিয়ে বুঝা যায় না, ইনটুইশন লাগে। যার ইন্টেলেক্ট + ইনটুইশন লেভেল যত হাই সে অন্যের দুঃখ কষ্ট তত ভালো বুঝতে পারে। এজন্য দেখবেন যার ভেতরে মমতা যত বেশী সে অন্যরা কষ্ট পেতে পারে এরকম সকল বিষয় থেকে দূরে থাকে।

আজকে একই দিনে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা। অন্য সময় হলে ফেসবুক ভেসে যেতো খেলা নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা ও ট্রলে। কিন্তু দেখেন— খেলা নিয়ে আওয়াজ নাই তেমন ফেসবুকে। এটা নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা হিসেবে দেখতে পারেন।

মনে করেন আপনার কাছে থিংকার ক্লাউডের ৫ ডলার/মাস একটা সাবক্রিপশন বিক্রি করলাম কিন্তু আপনি থিংকার ক্লাউডে লগইন করে দেখলেন কিছুই নাই, মানে আমি আপনাকে কিছুই দিচ্ছি না। মাঝে মধ্যে এক-দুই ডলারের বই বা কলম দেই এবং বাকী টাকা খেয়ে ফেলি। আপনি কী করতেন তখন? নির্বিকার থাকতেন?

(একজন প্রশ্ন করেছিলেন— 'রাজনৈতিক সচেতনতা থাকলে কী হতো?' সেখানে এই রিপ্লাইটা দিতে গিয়ে দেখি কমেন্ট ডিলেট করে দিয়েছেন। তাই পোস্ট হিসেবে রাখলাম।)

রাজনৈতিক সচেতনতা থাকলে দেশের খারাপ অবস্থায় কাজে মন বসানো যায় না। আবার পাবলিকের রাজনৈতিক সচেতনতার অভাবেই একটা দেশের পরিস্থিতি খারাপ হয়। এর একমাত্র সমাধান হচ্ছে অধিকাংশ লোকের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি। তাহলে দেশের এত খারাপ অবস্থা আসা ঠেকানো যায়।

একটা মাস যেন এক দিনেই কেটে গেল! বহু বছর পর পাঁচ ভাই-বোন এক হয়েছিলাম। ইট ওয়াজ লাইক বিফোর। ইট ওয়াজ দ্য লাইফ উই হ্যাড। নাথিং ক্যান রিপ্লেস ফ্যামিলি!

যারা একইসাথে Brazil ও BTS ফ্যান, আসকে তাদের মন বালো নেই!

মানুশ বুঝার জন্য মানুশের সাথে মেশার বিকল্প নাই।

What a win!
Congrats Tigers!

লোকজন দেখলাম কত সু্ন্দর হেঁটে পার হয়ে যাচ্ছে বাঁশের সাঁকো। আমি পার হতে গেলাম আর কাঁপতে লাগলো সাঁকো। মূলত আমার পা ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে শরীরের ভরকেন্দ্র ক্রমাগত এডজাস্ট করতে গিয়ে পা দিয়ে নানামুখী প্রেশার দেয়াতে এই অবস্থা।
ওভার থিংকিং ডাজ দ্য সেম থিং টু আস। কোন বিষয়ে যখন আমরা টু-মাচ কনসার্নড হয়ে এডজাস্ট করতে যাই, তখন আমাদের জীবনে চলার পথের একই অবস্থা হয়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি